ব্যাংক ডাকাতির গল্প নিয়ে যেসব সিনেমা
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় দিনেদুপুরে ব্যাংক ডাকাতির ঘটনায় হতবাক সারা দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত, তিন ডাকাতকে আটক করা হয়েছে।
সাধারণত এ ধরণের ব্যাংক ডাকাতির ঘটনা মানুষ দেখতে পান সিনেমার পর্দায়। নেটিজেনদের মাঝে অনেকে আবার সামাজিক মাধ্যমে মজা করে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ ঢাকার এই ব্যাংক ডাকাতির ঘটনাকে জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট' এর সঙ্গে তুলনা করে 'মানি হাইস্ট কেরাণীগঞ্জ এডিশন' বলেও চালিয়ে দিচ্ছেন। তবে শুধু মানি হাইস্টই নয়, এমন ব্যাংক ডাকাতি নিয়ে দেশ-বিদেশের সিনেমা ইন্ডাস্ট্রিজগুলো বহু সিনেমা-ওয়েব সিরিজ বানিয়েছে। চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
দ্য গ্রেট হাইস্ট (ওয়েব সিরিজ)
ছয় পর্বের স্প্যানিশ ওয়েব সিরিজ দ্য গ্রেট হাইস্ট। সেরা ব্যাংক ডাকাতির গল্পের মধ্যে সিরিজটি অন্যতম। কলম্বিয়ার ভ্যালেদুপারের এল ব্যাঙ্কো দে লা রিপাবলিকাতে এক ব্যাংক থেকে ৩৩ মিলিয়ন ডলার ডাকাতির সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিরিজটি; এবং একদল ডাকাতের অত্যন্ত পারদর্শিতা দেখানো হয়েছে সিরিজটিতে। তারা কীভাবে কাজটি করেছিল, তার চূড়ান্ত ঘটনা পর্যন্ত বিস্তারিত তুলে ধরা হয়েছে। আইএমডিবি র্যাংকিংয়ে সিরিজটির স্কোর ৭.৩। দ্য গ্রেট হাইস্ট দেখতে হলে অনলাইন স্ট্রিমিং নেটফ্লিক্সে যেতে হবে আপনাকে।
আরও পড়ুন
দ্যা ব্যাংক জব (চলচ্চিত্র)
২০০৮ সালে মুক্তি পায় হলিউড মুভি দ্যা ব্যাংক জব। এটি হাইস্ট থ্রিলার ফিল্ম এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ছবিটির পরিচালনা করেছেন রজার ডোনাল্ডসন, ডিক ক্লেমেন্ট। এই ছবিটিও সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মূলত, লন্ডনের বেকার স্ট্রিটের একটি ব্যাংকে আমানত রাখা সিক্রেট বাক্সে থাকা অঢেল টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে ছবির গল্পে। দ্যা ব্যাংক জব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জেসন স্ট্যাথাম। ১১২ মিনিট দৈর্ঘ্যের এই ছবি বক্স অফিসে আয় করে নেয় ৬৬ মিলিয়ন ডলার। আইএমডিবি র্যাংকিংয়ে ছবিটির স্কোর ৭.২।
ইনসাইড ম্যান (চলচ্চিত্র)
শহরের এক নামিদামি ব্যাংকে ডাকাতি চলছে। ভেতরের কর্মকর্তারা সবাই জিম্মি। হায়েস্ট এর মাস্টারমাইন্ড ডাল ডন রাসেল এমন নিখুঁতভাবে ডাকাতির পরিকল্পনা করেছেন যে, কোনোভাবেই উপায় নেই এই ডাকাতি রুখে দেওয়ার। এক পর্যায়ে পুলিশ ব্যাংক ঘিরে রেখেছে জানতে পেরে আটক সকল ব্যাংক কর্তাদের ডাকাতদের মতো পোশাক পরিয়ে দেয়। পরে পুলিশ সবাইকে আটক করতে গেলে আসল ডাকাত শনাক্ত করতে বিপত্তিতে পড়ে। এর পর গল্পে নেয় নতুন মোড়! ২০০৬ সালে মুক্তি পাওয়া এই হলিউড ছবির পরিচালক রাসেল গেটিয়ার্টস। ৪৫ মিলিয়ন ডলার খরচের এই ছবি আয় করে নিয়েছিল ১৮৪ মিলিয়ন ডলার।
মানি হাইস্ট (ওয়েব সিরিজ)
স্প্যানিশ হাইস্ট ক্রাইম ড্রামা ‘মানি হাইস্ট’। এর মোট পাঁচটি সিজন আছে। ‘মানি হাইস্ট’কে প্রথমে দুই অংশের সীমিত সিরিজ বোঝানো হয়েছিল। পরে একে একে পাঁচটি সিজন চলে আসে। নেটফ্লিক্সে ভিন্ন ভাষার সবচেয়ে বেশি দেখা ওয়েবসিরিজ হিসেবে রেকর্ড গড়েছে ‘মানি হাইস্ট’।
‘মানি হাইস্ট’ এর এত জনপ্রিয়তার কারণ, গল্পে একেকটি ডাকাতির মিশন অনেক বড় আকারের। স্পেনের রয়্যাল মিন্টের একটি ব্যাংক ডাকাতির ঘটনা উঠে আসে সিরিজটিতে। এরপর শোগুলো টুইস্ট অনুসারে র্যাংক করা হয়, একপর্যায়ে নেটফ্লিক্সে শীর্ষ থ্রিলার গল্পে জায়গা করে নেয়। তবে এখনও বিশের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে এটি শীর্ষে আছে। ওয়েব সিরিজটির আইএমডিবি স্কোর ৮.২।
সুড়ঙ্গ (চলচ্চিত্র)
ঢালিউডেও রয়েছে ব্যাংক ডাকাতির গল্প নিয়ে সিনেমা। গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। ছবিটির পরিচালনায় রায়হান রাফি। অভিনেতা আফরান নিশো ছিলেন ছবিটির মুখ্য চরিত্রে। সিনেমার গল্পে দেখা যায়, পরিকল্পনামাফিক সুড়ঙ্গ খুড়ে একটি ব্যাংকের ভল্ট লুট করে ডাকাতরা।
ডিএ