ছেলের সাফল্যে গর্বিত রাজ চক্রবর্তী
নিজের সাফল্যে মানুষ যতটা গর্বিত হয়, তার চেয়ে অনেক বেশি গর্ব হয় সন্তানের সাফল্যে। এই গর্বই অনুভব করছেন ওপার বাংলার পরিচালক রাজ চক্রবর্তী। স্কুলের খেলায় ‘চ্যাম্পিয়ন’ যুবান, পেয়েছে মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে পরিচালক ক্যাপশনে লিখেছেন, ‘সন্তান, সন্তান, সন্তান।’ ছোটবেলার স্পোর্টস ডে-এর আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন যুবান উপভোগ করছেন তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলে গেছেন তারকা দম্পতি।
আরও পড়ুন
যুবানের আরও একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন রাজ। যেখানে বান্ধবীদের মাঝে রয়েছে রাজ পুত্র। ‘দেখুন মহিলা মহলে কার জনপ্রিয়তা’, এই কথাই লেখা রয়েছে ছবিতে। তবে আসল আনন্দ যুবানের মেডেল প্রাপ্তিতে।
দুই ছেলে-মেয়ে যুবান ও ইয়ালিনীকে নিয়ে সংসার রাজ-শুভশ্রীর। তারকা দম্পতি একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন। এখন ‘সন্তান’ সিনেমার প্রচারে ব্যস্ত রাজ-শুভশ্রী।
এসভিএফের প্রযোজনায় তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ২০ ডিসেম্বর। ছবিতে রাজের পরিচালনায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনসূয়া মজুমদার।
এমআইকে