আমার খেলার সাথী বাড়ল, নাতনি আসায় উৎফুল্ল রঞ্জিত মল্লিক
শনিবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো মা হলেন কোয়েল মল্লিক। কয়েকমাস আগেই সন্তান আসার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এদিন তার এবং নিসপাল সিং রানের পরিবারের সংখ্যা বেড়ে তিন থেকে চারজনে হলো। আর সেই উপলক্ষ্যে তাদের শুভেচ্ছা বার্তায় ভরালেন টলিউড তারকারা।
শনিবার মেয়ের আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানান খোদ কোয়েল নিজেই। একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের মেয়ে হয়েছে।’ সঙ্গে তারিখ এবং তারকা জুটির নাম। ছবিতে বাচ্চা মেয়ে, পুতুল, বেলুন, বাচ্চাদের জুতাও দেখা যাচ্ছে।
নাতনি হওয়ায় দারুণ খুশি নানা রঞ্জিত মল্লিক। এদিন বর্ষীয়ান অভিনেতা সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন, ‘আমার একটা খেলার সাথী বাড়ল। ফুটফুটে দেখতে হয়েছে একেবারে।’
এ বিষয়ে বলে রাখা ভালো, কোয়েল এবং নিসপালের ছেলেও আছে। কবীর নাকি চেয়েছিল তার বোন হোক। মা, অর্থাৎ কোয়েল হাসপাতালে ভর্তি হওয়ার আগে নাকি একটি মেয়ের ছবি এঁকেছিল সে।
আরও পড়ুন
সেই কথা মনে করে এদিন রঞ্জিত মল্লিক আরও জানান, ‘ঈশ্বর হয়তো শিশু মনের কথা শুনেছেন। কবীর খালি বলতো বোন আসছে। বোন চাই।’
টলিউড তারকাদের শুভেচ্ছা কোয়েলকে
এদিন কোয়েল মল্লিক এই সুখবর জানাতেই টলিউডের একাধিক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার মা হওয়ার জন্য কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ভালো থেকো। শুভেচ্ছা।’
কোয়েলের এক সময়ের সহ-অভিনেতা জিৎ, যারা জুটি বেঁধে অনেক হিট উপহার দিয়েছেন তিনিও এদিন কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন। মিমি চক্রবর্তী থেকে ঐন্দ্রিলা সেন, স্বস্তিকা ঘোষ, শুভশ্রী গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে।
ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভেচ্ছা। ভীষণ খুশি গর্বিত বাবা মায়ের জন্য। ভালো থেকো।’ ঋদ্ধিমা ঘোষ, ইশা সাহা, কৌশানি মুখোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন দুই পৃথিবীর অভিনেত্রীকে।
এনএইচ