বিয়ে করলেন অভিনেত্রী কীর্তি সুরেশ
বছর শেষে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যেন চলছে বিয়ের মৌসুম। সম্প্রতি চার হাত এক হয়েছে অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার। এবার বিয়ে করলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। বৃহস্পতিবার দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে জীবনের নতুন সফর শুরু করলেন কীর্তি। বিয়ের আসর বসেছিল গোয়ায়।
ইতোমধ্যে কীর্তির বিয়ের অনুষ্ঠানাদি সম্পন্ন। তার বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণী রীতি মেনেই বিয়ে করেছেন কীর্তি।
অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন কীর্তি। অল্পবয়সেই একে অপরকে মন দিয়ে ফেলেন। সম্প্রতিই তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন অভিনেত্রী। তবে অ্যান্টনি চলচ্চিত্র জগতের কেউ নন। তিনি কেরালার একজন হোটেল ব্যবসায়ী।
আরও পড়ুন
‘মহানতী’, ‘দশারা’র মতো জনপ্রিয় দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন কীর্তি। চলতি মাসেই মুক্তি পাবে ‘বেবি জন’। ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন কীর্তি। উল্লেখ্য, এটিই তার প্রথম বলিউড ছবি।
কীর্তির বিয়ের ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যওরা ছাড়াও উপস্থিত ছিলেন। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারাও ছিলেন বিয়ের আসরে। যেখানে থালাপতি বিজয় দক্ষিণী সাজপোশাকে কীর্তির বিয়েতে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মৌনী রায়, রাশমি খান্না প্রমুখ।
ডিএ