রাজনীতিকদের কনসার্টে আসতে নিষেধ করলেন সনু নিগম
ভারতের রাজস্থানে সম্প্রতি একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে অনভিপ্রেত পরিস্থিতির সম্মুখীন হন সংগীতশিল্পী সনু নিগম। সেখানে রাজস্থানের মুখ্যমন্ত্রীসহ আরও একাধিক মন্ত্রী উপস্থিত ছিলেন। এ সময় সনুর পারফর্ম শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আসন ছেড়ে একে একে চলে যান তারা।
অনুষ্ঠানে ঘটে যাওয়া সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এবার দেশের নেতা-মন্ত্রীদের একহাত নিলেন সনু নিগম। সঙ্গে দেন এক বিশেষ বার্তাও। সেই বার্তায় রাজনীতিকদের যেকোনো কনসার্টে উপস্থিত থাকতে নিষেধ করেন এই শিল্পী।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন সনু নিগম। সেখানে তিনি রাজনীতিকদের উদ্দেশে এই বিশেষ বার্তাটি দেন। সঙ্গে দেন কিছু শর্তও। ভিডিওর ক্যাপশনে সনু লেখেন, ‘দেশের রাজনীতিকদের উদ্দেশে বিনীত অনুরোধ, যদি শিল্পীর অনুষ্ঠানের মাঝে আপনাদের বেরিয়ে যেতে হয়, তা হলে দয়া করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।’
আরও পড়ুন
রাজস্থানের ঘটনা প্রসঙ্গে সনু ভিডিওতে বলেন, ‘অন্ধকারে মঞ্চ থেকে সকলকে দেখতে পাইনি। কিন্তু অনুষ্ঠানের মাঝেই দেখলাম নেতা-মন্ত্রীরা বেরিয়ে গেলেন! দেশের রাজনীতিকদের একটাই প্রশ্ন করতে চাই, আপনারা যদি শিল্পীদের সম্মান না করেন, তা হলে বাকিরা কী করবেন?’
শেষে রাজনীতিকদের উদ্দেশে সনুর পরামর্শ, রাজনীতিকদের উদ্দেশে সোনুর পরামর্শ, যদি বেরিয়ে যেতেই হয়, তা হলে তারা যেন এরপর থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বেরিয়ে যান। অন্যথায় কনসার্টে উপস্থিত থাকার কোনও প্রয়োজন নেই।
ডিএ