‘৮৪০’ এ উঠে আসবে আওয়ামী দুঃশাসন? যা বললেন ফারুকী
বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ দেখার অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন, চলতি মাসের ১৩ তারিখে অর্থাৎ আগামী শুক্রবারেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিরিজটি। পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা চলছে বলে জানা গেছে।
ইতোমধ্যে ‘৮৪০’ এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে গত শুক্রবার রাতে মুক্তি পায় ট্রেলারটি। যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে।
ফারুকী আগেই জানিয়েছিলেন, একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ হতে যাচ্ছে ‘৮৪০’। যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন- ‘আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন?’ সে থেকে ট্রেলার দেখে দর্শকেরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে।
আরও পড়ুন
এবার সিরিজটির মুক্তি সামনে রেখেই গণমাধ্যমের মুখোমুখি হলেন নির্মাতা ফারুকী। জানালেন, ২০২৩ এর নভেম্বরে কাজ শুরু করেন সিরিজটির। যেহেতু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তখন এই সিরিজ নির্মাণ করার সময় বেশ আতঙ্কের মাঝেও কাটাতে হয়েছে নির্মাতাকে; একরকম ভয়ে ভয়ে থাকতেন।
ট্রেলারের সেই মিল পাওয়া প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এটা ঠিক যে ট্রেলার দেখে দর্শক যেমন বুঝতে পারছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশটা কেমন ছিল, এটা একটা জেলা শহরের মধ্য দিয়ে আমরা দেখাতে পেরেছি। এটাকে আমরা বলতে পারি, আওয়ামী দুঃশাসনের এক্সরে রিপোর্ট। আমি বিশ্বাস করি, এই দুঃশাসন নিয়ে আরও এক্সরে রিপোর্ট সামনে হবে।’
‘৮৪০’ এর ট্রেলার দেখে যা অনুমেয়, সিরিজটিতে উঠে আসবে এক মফস্বল শহরের মেয়রের গল্প। ক্ষমতায় থাকাকালীন সেই মেয়রের বিভিন্ন কর্মকাণ্ড দেখানো হবে। নির্বাচনে অংশ নেওয়া থেকে ভোট চাওয়া, উন্নয়ন প্রদর্শনের নমুনা, এমনকি কারও মৃত্যুতে শোকাহত হওয়ার মিথ্যা অভিনয়ও থাকবে সেখানে। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে সহানুভূতি পেতে একজন নেতা কি ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটাতে পারে, তারও একটা আঁচ পাওয়া গেছে। সর্বোপরি গল্পে একজন নেতার ‘ভণ্ডামি’ উঠে আসবে সেই সিরিজে।
‘৮৪০’ সিরিজটিতে সেই বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে কাঁপিয়েছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও।
তাদের প্রসঙ্গে ফারুকী বলেছেন, অভিনয়শিল্পীরাও বুঝতে পেরেছিলেন এই দুঃশাসন নিয়ে একটা প্রজেক্ট হচ্ছে। কিন্তু তারা কাজের মধ্যে এতটাই ডুবে ছিলেন, তাই কাউকে বিষয়টি বলেননি।
উল্লেখ্য, ছবিয়াল প্রোডাকশন থেকে এই সিরিজটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সহ প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। প্রেক্ষাগৃহ ছাড়াও ওটিটি এমনকি টেলিভিশনেও দেখা যাবে ফারুকীর ‘৮৪০’।
ডিএ