মেয়ের জন্মদিনে প্রাক্তন স্বামীর ছবি শেয়ার করে আবেগঘন শ্রীলেখা
মাতৃত্বের ১৯ বছর পার করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। চোখের নিমিষে যেন কেটে গেল এতগুলো বছর। শনিবার (৭ ডিসেম্বর) অভিনেত্রীর মেয়ে ঐশীর জন্মদিন।
বিশেষ এই দিনে পুরনো স্মৃতিতে ডুব দিলেন শ্রীলেখা। একমাত্র সন্তানের জন্মদিনে প্রাক্তন স্বামী ও মেয়েকে নিয়ে আবেগপ্রবণ পোস্ট করলেন তিনি।
২০১৩ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় শ্রীলেখার। স্বামীর সঙ্গে আইনত বিচ্ছেদ হলেও সম্পর্কে তিক্ততা আনেননি অভিনেত্রী। শ্রীলেখা ও তার প্রাক্তন স্বামীর একমাত্র মেয়ে ঐশী।
বিচ্ছেদের পরও কীভাবে সুন্দর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় বরাবর বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। জন্মদিনে বাবা ও মায়ের সঙ্গে মেয়ের ছোটবেলার ছবি ফেসবুকে পোস্ট করে আরও একবার সেটাই প্রকাশ করলেন তিনি।
শ্রীলেখা শেয়ার করা ছবিগুলো সবই পুরোনো। যেগুলো জুড়ে রয়েছে অসংখ্য স্মৃতি। মেয়ের ৫ মিনিট বয়স থেকে ধীরে ধীরে বড় হয়ে ওঠার বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যার মধ্যে একটি ছবিতে তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে রয়েছে একরত্তি। সেই ছবিটিই সবার ওপরে রেখেছেন তিনি।
আরও পড়ুন
গোলগোল চোখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ঐশী। নীচে ক্যাপশনে লেখা, ‘বয়স তখন ৫ মিনিট’। আবার মেয়ের বড় হয়ে ওঠার নানান মুহূর্তের ছবি, মেয়ের সঙ্গে মায়ের ছবিও তুলে ধরেছেন।
মাত্র ৮ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের সাক্ষী ছিল মাইয়্যা। সেই প্রসঙ্গ টেনেই এদিন মেয়ের জন্মদিনে আবেগঘন হয়ে পড়েন শ্রীলেখা।
পোস্টে লিখেছেন, ‘ছোট্ট মনে কষ্ট নিয়ে বেড়ে উঠেছে, মানুষের মত মানুষ হয়েছে, আমাদের তিনজনের এই ছোট্ট ইউনিটটা অনেক ঝড় ঝাপটা সামলেও বহাল আছে এবং থাকবেও। আশীর্বাদ করবেন সবাই।’
এনএইচ