শাকিবকে জড়িয়ে ধরে কান্নার কারণ জানালেন পরীমণি
গেল মাসে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ডাকে তারকাদের হাঁট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। উপলক্ষ্যে ছিল হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন।
সেখানেই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে পরীমণির আলিঙ্গনের মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে শাকিবকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অভিনেত্রীকে।
হঠাৎ শাকিবকে জড়িয়ে ধরে পরী কেনো কান্না করেছিলেন সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি সে সময়ে। অভিনেত্রীও ছড়িও পড়া ভিডিও ক্লিপটি নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত নিয়ে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন কেঁদে ফেলার কারণও।
অভিনেত্রী বলেন, ‘সেদিন আমাদের (শাকিব খানের সঙ্গে) একটা শ্যুট ছিল। যেই ক্লিপটি ছড়িয়ে পড়েছে, সেটি শুটিং শেষে বিদায় নেওয়ার আগমুহূর্তের।’
আরও পড়ুন
পরীমণি বলেন, ‘‘হয়েছে কি, আমার সন্তানরা তো বাড়িতে ছিল তাই তাদের কথা ভেবে একটু চিন্তিত ছিলাম। তখনই শাকিব ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বলছিলাম, ‘অনেক দেরি হয়ে গেছে, বাবুরা একা তো যাই...।’ সেই ক্লিপটিই ভাইরাল হয়েছে।’’
এসময় শাকিব খান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘যখন আমার খুব বাজে সময় যাচ্ছিল, ডিভোর্স, বাচ্চা নিয়ে একা লড়াই করা....ওই সময় শাকিব ভাই আমাকে বলেছিল, ‘তুমি কথা বন্ধ করে দেও’। তার সেই কথাটা আমার খুব কাজে দিয়েছে।’
আসলেই তো, সবসময় কথা বলার প্রয়োজন হয় না। সবকিছুর জবাবও দিতে হয় না। এটা আমাকে সাহায্য করেছে— যোগ করেন পরী।
উল্লেখ্য, রিমার্ক-হারল্যানের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পন্যর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী-নায়িকাদের যুক্ত করিয়েছেন। সেখানে শোবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখই রয়েছে। পরীমণিও তাদেরই একজন।
পরীমণিকে সবশেষ দেখা গেছে ‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে। অন্যদিকে শাকিব খানকে দেখা গেছে ‘দরদ’ সিনেমায়।
এনএইচ