যে কারণে থেমে আছে শাকিবের ‘বরবাদ’ এর শ্যুটিং
মুম্বাইয়ে প্রায় এক মাসের লম্বা সফরের মধ্য দিয়ে বরবাদ ছবির শ্যুটিং সারলেন ঢালিউড কিং শাকিব খান। তবে পুরোটা না হলেও ৭০ শতাংশ শ্যুটিং শেষ হয়েছে ছবিটির। এরই মধ্যে সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে, ওপার বাংলার নায়িকা ইধিকা পাল শ্যুটিং শিডিউল ফাঁসিয়েছেন; আর এ কারণেই নাকি আটকে আছে ‘বরবাদ’ এর শ্যুটিং!
কিন্তু এ দাবির সঙ্গে কোনো মিল পাওয়া গেল না ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কথায়। গণমাধ্যমকে তিনি জানালেন, ‘বরবাদ’ ছবিতে শাকিবের একটি ভিন্ন লুক রয়েছে। সেই লুক আনাটা বেশ সময় সাপেক্ষ। যে কারণে শ্যুটিংয়ে গ্যাপ হচ্ছে।
মেহেদীর কথায়, ‘বরবাদে শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার।’
আরও পড়ুন
পরিচালক বলেন, ‘এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম। আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদের ফার্স্টলুক রিভিল করব।’
ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন-এই গুঞ্জনকে ভিত্তিহীন বলেও দাবি তার। এবং মেহেদী এও বলেন, ‘৭০ শতাংশ শ্যুটিংয়ে মুম্বাই থেকে যা চেয়েছি তাই তুলে এনেছি। ইন্ডিয়ান টিম থেকে শ্যুটিংয়ে যারা জড়িত, তারাও খুশি।’
এদিকে, শাকিব খানের সঙ্গে এটিই ইধিকার প্রথম কাজ নয়; এর আগে নায়কের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করেছিলেন।
অ্যাকশন ঘরানার সিনেমা ‘বরবাদ’ আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলেছে ছবির শ্যুটিং।
ডিএ