কাকে বিয়ে করছেন ব্যাডমিন্টনে অলিম্পিকজয়ী তারকা পিভি সিন্ধু?
শিগগিরই বিয়ে করতে চলেছেন বিশ্বচ্যাম্পিয়ন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। জীবনের একটা বড় সময় খেলাধুলার জন্য ব্যয় করেছেন দুইবার জিতেছেন অলিম্পিক পদক। চলতি মাসের ২০ ডিসেম্বর থেকে বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হবে।
পুরো সপ্তাহ ধরে ব্যাডমিন্টন তারকার বাড়িতে অনুষ্ঠান চলবে। ২২শে ডিসেম্বর হায়দরাবাদে পিভি সিন্ধু এবং ভেঙ্কট দত্ত সাইয়ের দুই হাত চার হবে। সিন্ধু যাকে বিয়ে করছেন তিনি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা।
আরও পড়ুন
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিন্ধুর বাবা পিভি রমনা বলেন, ‘দুটো পরিবারই দীর্ঘদিন একে অপরকে চেনে। তবে এক মাস আগে বিয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই একটা সময় খুঁজে বের করা গেছে। কারণ জানুয়ারি থেকে সিন্ধুর সূচি খুবই কঠিন।’
‘সে কারণেই ২২ ডিসেম্বর বিয়ের অনুষ্ঠান রাখা হয়েছে। ২৪ ডিসেম্বর হায়দরাবাদে রিসেপশন হবে। তারপরেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দেবে সিন্ধু। পরের মরসুমটা খুবই গুরুত্বপূর্ণ।’
ভারতের খেলাধুলার জগতে সিন্ধুকে অন্যতম সফল ক্রীড়াবিদ হিসেবেই ধরা হয়। ২০১৬ এবং ২০২০ অলিম্পিকে যথাক্রমে রুপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন। তবে প্যারিস অলিম্পিক্সে পদক পাননি। অতীতে বিশ্বচ্যাম্পিয়নও হয়েছেন। ২০১৭ সালে বিশ্বের দুই নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় হয়েছিলেন।
এমআইকে