অ্যানিম্যালের বর্ষপূর্তি, ভাইরাল ক্যামেরার পেছনের দৃশ্য
দেখতে দেখতে কেটে গেল এক বছর। বিতর্ক, বক্স অফিস রেকর্ড, অসাধারণ অভিনয় সবকিছু নিয়েই টানা কয়েক মাস চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল অ্যানিম্যাল। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমার বর্ষপূর্তি উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলো ক্যামেরার পেছনের কিছু দৃশ্য।
গত বছরের ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’। সিনেমার নাম কেন অ্যানিম্যাল, সেটি বেশ বোঝা গিয়েছিল সিনেমাটি মুক্তির পর। বাবার প্রতি ছেলের ভালোবাসা যে কতটা ভয়ংকর রূপ ধারণ করতে পারে, তা দেখানো হয়েছিল এই সিনেমায়।
‘অ্যানিমেল’ সিনেমার বর্ষপূর্তি উপলক্ষ্যে সিনেমার অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যায়, সিনেমার শুটিংয়ের বেশ কিছু অদেখা দৃশ্য। শুধু তাই নয়, সিনেমার ট্রেলার ফের আরও একবার দেখানো হয় এই ভিডিওর মাধ্যমে।
আরও পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ভাইরাল হতে না হতেই সকলে আরও একবার নস্টালজিক হয়েছেন। একজন লিখেছেন, একটা মাস্টার পিসের এক বছর পূর্ণ হল। অন্য একজন লিখেছেন, আশা করি পর্দার পেছনের আরও অনেক দৃশ্য এই ভাবেই দেখতে পাবো।
তৃতীয় ব্যক্তি লিখেছেন, এটি দেখে আরও একবার এক বছর পিছিয়ে গেলাম। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর কাপুর, অনিল কাপুর, রশ্মিকা মান্দানা , ববি দেওল, তৃপ্তি দিমরি সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী।
এই সিনেমায় একদিকে যেমন রণবীরের অভিনয় চর্চায় এসেছিল তেমন অন্যদিকে এই সিনেমার হাত ধরে ফের আরও একবার প্রশংসিত হয়েছিলেন ববি দেওল। বাবার প্রতি ছেলের ভালোবাসার একটি অন্যরকম গল্প দেখানো হয়েছিল এই সিনেমায়। সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো ছিল মনে রাখার মতো।
কিছু মানুষ যেমন এই সিনেমার প্রশংসা করেছিলেন তেমন অন্যদিকে, কিছু মানুষ ব্যাপক সমালোচনা করেছিলেন সিনেমার গল্পের। তবে সব মিলিয়ে এই সিনেমাটি বক্স অফিসে করেছিল এক হাজার কোটি টাকার ব্যবসা, যা গত বছর আর কোনও সিনেমা যা করতে পারেনি।
এমআইকে