মেয়েকে অভিনয় প্রসঙ্গে যে উপদেশে দিলেন চাঙ্কি পাণ্ডে
মন দিয়ে অভিনয় করতে চান বলিউড অভিনেতা অনন্যা পাণ্ডে। প্রায়ই অভিনয়ের জন্য ট্রল হন কিন্তু কোনোভাবেই হার মানতে রাজি নন অভিনেত্রী। নিজের লক্ষ্যে স্থির, অভিনয়ে নিজেকে আরও দক্ষ করবেন। এর সঙ্গেই নিজের বাবার একটি পরামর্শকে গুরুত্ব দিয়েছেন।
‘কল মি বে’ সিরিজের জন্য প্রশংসা পেয়েছেন অনন্যা। মেয়েকে নিয়ে গর্বিত চাঙ্কি পাণ্ডেও। তবে একটি বিষয়ে অনন্যার আরও জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
অনন্যা কণ্ঠস্বর জোরালো করার বিষয়টি আরও ভালো করে দেখা উচিত বলে তিনি মনে করেন। অনন্যা নিজেই তার বাবাকে প্রশ্ন করেছিলেন, ‘অভিনয়ের কোন দিকে আমাদের জোর দেওয়া উচিত? বাবা বলেছিলেন কণ্ঠস্বরের দিকে আমার মন দেওয়া উচিত।’
আরও পড়ুন
‘কী মনে হয়, আগের থেকে আমি উন্নতি করেছি?’ উত্তরে চাঙ্কি বলেছিলেন, ‘আমার মনে হয় তোমার কণ্ঠস্বরের তীক্ষ্ণতা কমানো উচিত। যতদিন এই তীক্ষ্ণতা থাকবে, আমি সতর্ক করব। আমারও অনেক ভুল রয়েছে। প্রত্যেক অভিনেতারই কোনও না কোনও ভুল থাকে। আসলে এই ভুলগুলো নিয়েই আমরা স্বতন্ত্র অভিনেতা হয়ে উঠি।’
প্রায়ই নিজের অভিনয় সম্পর্কে বাবার প্রতিক্রিয়া জানতে চান অনন্যা। একবার অভিনেত্রীকে চাঙ্কি বলেছিলেন, “আমি মনে করি, তুমি অসাধারণ অভিনেতা। তোমার অভিনয় দিয়ে তুমি মুগ্ধ করেছ।’
‘বিশেষ করে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দেখে খুব ভালো লেগেছিল। আর এখন ‘কল মি বে’র মতো সাত-আট এপিসোডের সিরিজে তোমার অভিনয় দেখলাম।’
প্রসঙ্গত, চাঙ্কি পাণ্ডে একটা সময় চুটিয়ে হিন্দি ছবিতে কাজ করার পাশাপাশি বাংলা, তেলেগু, কন্নড় ছবিতেও কাজ করেছেন। অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতেও। ওটিটিতেও দেখা গেছে তাকে। আর কতরকমের চরিত্রেই না অভিনয় করেছেন। এইমুহূর্তে ‘হাউজফুল ৫’-এর শুটিংয়ে ফ্রান্সে রয়েছেন তিনি।
এমআইকে