দর্শকরাই বলিউডে স্টার কিডদের চায়, দাবি কৃতির
কৃতি স্যানন এমন একজন বলিউড অভিনেত্রী যিনি নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘হিরোপান্তি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং গত কয়েক বছরে কয়েকটি হিট ছবিতে অভিনয় করেছেন।
এদিকে গোয়ায় চলমান ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি মাস্টারক্লাসে অংশ নিয়েছিলেন অভিনেত্রী, যেখানে তিনি ‘স্বজনপ্রতি’ নিয়ে কথা বলেছিলেন। তাকে বলতে শোনা গিয়েছে যে, স্বজনপোষণের জন্য ইন্ডাস্ট্রি ‘ততটা দায়ী নয়’, বরং এটি এমন একটা সার্কেল যাতে যুক্ত আছে মিডিয়া এবং দর্শকরাও।
মাস্টারক্লাস সেশনে কৃতি বলেন, ‘আমি মনে করি নেপোটিজমের জন্য ইন্ডাস্ট্রি পুরোপুরি দায়ী নয়। একই সঙ্গে মিডিয়া ও দর্শকের উপরেও দায় বর্তায়। দর্শকরা মিডিয়ায় দেখতে চান যে, নির্দিষ্ট তারকা সন্তানদের সম্পর্কে এগুলো কী বলছে আর তাদের প্রতি দর্শকের আগ্রহ থাকায় ইন্ডাস্ট্রি মনে করে।
অভিনেত্রীর কথায়, ‘যেহেতু দর্শক আগ্রহী, তাই তাদের নিয়েই সিনেমা বানাই। আমি মনে করি এটি একটি বৃত্ত কিন্তু আমার মত হল, আপনি যদি প্রতিভাবান হন, আপনি সেখানে পৌঁছতে পারবেনই, আর যদি দর্শকদের সঙ্গে আপনার সংযোগ না থাকে, তবে আপনি সেখানে পৌঁছতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘যখন আপনি সিনেমা ব্যাকগ্রাউন্ড থেকে না আসেন, তখন আপনার সেখানে পৌঁছতে সময় লাগে এটা ঠিকই। কারণ আপনার কাছে সুযোগ অনেক দেরিতে আসে। এমনকি, ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা পেতেও অনেক সময় লাগে, সবকিছুই একটা স্ট্রাগল। কিন্তু ২-৩টা সিনেমার পরও যদি আপনি কঠোর পরিশ্রম করা চালিয়ে যান, তবে কিছুই আপনাকে আর আটকাতে পারবে না।’
প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে দিলওয়ালে, রাবতা, বরেলি কি বরফি, লুকা ছুপি এবং হাউসফুল ৪-এর মতো ছবিতে অভিনয় করেছেন কৃতি। সম্প্রতি তাকে শাহির শেখ ও কাজল অভিনীত দো পাত্তি সিনেমায় দেখা গেছে। এটি তার নতুন প্রযোজনা ব্লু বাটারফ্লাই ফিল্মসের ব্যানারে নির্মিত প্রথম প্রোজেক্ট ছিল।
এমআইকে