অ্যানিম্যাল ছবিতে নারীবিদ্বেষী বিতর্ক, জাভেদ আখতারের ক্ষোভ
গত বছর বক্স অফিসে তোলপাড় ফেলেছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। কিন্তু বলিউডের এই ছবি নিয়ে শুরু হয় তখন বিতর্ক; তাতে লাগে ‘নারীবিদ্বেষী’ তকমা। কখনও রক্তের বন্যা, কখনও প্রেয়সীকে যন্ত্রণা দিয়ে প্রেমের উদ্যাপন তুলে ধরা হয়েছে ছবিতে। তাই দর্শকদের একাংশের রোষের মুখে পড়েছিলেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা।
ছবিটির সমালোচনা হয় বিভিন্ন মহল থেকেই। ভারতীয় গীতিকার জাভেদ আখতারও এই ছবি নিয়ে সমালোচনা করেছিলেন। ছবিটি আরও একবার তার নিন্দার মুখে!
ভারতীয় গণমাধ্যমের খবর, ছবির নির্মাতাদের ‘বিকৃত’ মস্তিষ্কের বলেও কটাক্ষ করেছেন জাভেদ আখতার। আক্ষেপের সুরে বর্ষীয়ান এই গীতিকারের কথায়, ‘সমাজ যখন এগোচ্ছে, মানুষের ভাবনা চিন্তার অগ্রগতি হচ্ছে, তখন ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিও হচ্ছে। সেই ছবি ভিড় করে মানুষ দেখতেও যাচ্ছে।’
আরও পড়ুন
ক্ষোভ প্রকাশ করে জাভেদ বলেছেন, “১৫ জন মিলে এমন ছবি বানাচ্ছেন, যেখানে কোনও মূল্যবোধ নেই। ১০-১২ জন মিলে গানের জন্য অশ্লীল দৃশ্য তৈরি করছেন। ১৪০ কোটি মানুষের মধ্যে ১৫ জন বিকৃত মস্তিষ্কের মানুষও থাকতে পারে। এগুলো একটাও সমস্যা নয়। এতে কিছু যায় আসে না। কিন্তু বাজারে এমন ছবি যখন সফল হয়, তখন সেটা চিন্তার কারণ।”
জাভেদ আরও জানিয়েছেন ২০-৩০-এর দশকেও অশ্লীল গান তৈরি হয়েছে। কিন্তু মানুষ সেই সময় সেগুলি গ্রহণ করেনি। এর আগে ‘অ্যানিম্যাল’-এর নাম না করে জাভেদ বলেছিলেন, ‘কী ধরনের চরিত্র তৈরি করলে সমাজ তার প্রশংসা করবে, সেটা বোঝা নতুন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এখন সব থেকে বড় বিষয়। উদাহরণ হিসেবে কোনো ছবিতে এক পুরুষ চরিত্র এক জন মহিলাকে যদি তার জুতা চাটতে বলে, কিংবা পুরুষটি মহিলাকে চড় মারে, তারপর সেই ছবি যদি সুপারহিট হয়, তা হলে সেটা বিপজ্জনক বিষয়।’
ডিএ