একের পর এক সাফল্য মাথা ঘুরিয়ে দিয়েছে : আয়ুষ্মান
মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছিলেন বলিউড অভিনেতা ও গায়ক আয়ুষ্মান খুরানা। চোখে স্বপ্ন ছিল বড় কিছু করার। একের পর এক সফলতাও তিনি পেয়েছিলেন কিন্তু এই সফলতাই তাকে ব্যর্থতার দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত স্মৃতি রোমন্থন করলেন এ অভিনেতা। ইউটিউব চ্যানেল অনেস্টলি সেইং পডকাস্টে কথা বলার সময় আয়ুষ্মান বলেন, ‘খুব অল্প বয়সে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। পপ স্টারে যখন পারফর্ম করতাম তখন আমার বয়স ছিল আঠারো।’
অভিনেতার কথায়, ‘রোডিসে যোগ দেওয়ার সময় আমার বয়স ছিল একুশ, প্রথম সিনেমা ভিকি ডোনার যখন হিট হয়, তখন আমার বয়স ছিল প্রায় ২৮। স্বাভাবিকভাবেই একের পর এক সাফল্য আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল।’
অভিনেতা আরও বলেন, ‘আপনি যদি একজন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি হন, হঠাৎ করে যদি আপনি একজন পাবলিক ফিগার হয়ে ওঠেন তাহলে স্বাভাবিক ভাবেই আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবন ভারসাম্য হারাবে।’
শেষে তিনি বলেন, ‘আমি এই ব্যাপারটি খুব তাড়াতাড়ি বুঝে গিয়েছিলাম। নিজেকে একই সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী এবং সন্তুষ্ট করে রাখার ক্ষমতা না থাকলে ইন্ডাস্ট্রিতে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না।’
প্রসঙ্গত, ‘ভিকি ডোনার’ সিনেমার সাফল্যের পর একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান। ‘দাম লাগাকে হাইসা’, ‘বিন্দু’, ‘বাধাই হো’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘বালা’, ‘আন্ধাধুন’, ‘ড্রিম গার্ল টু’, ‘গুলাবো সীতাবো’ সহ একাধিক অন্য ধাঁচের সিনেমায় অভিনয় করতে দেখা গেছে এই অভিনেতাকে।
ব্যক্তিগত জীবনে তাহিরা কাশ্যপকে বিয়ে করেন আয়ুষ্মান। বর্তমানে ১০ বছরের ছেলে বিরাজ বীর এবং ৮ বছরের মেয়ে ভারুশকাকে নিয়ে সুখের সংসার আয়ুষ্মানের।
এমআইকে