ভোট দিতে যেয়ে বৃদ্ধের অভিযোগের মুখে অক্ষয়
রাতে তাড়াতাড়ি ঘুমাতে যান, আবার ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যান বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অন্যান্য দিন শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রাখেন। তবে বুধবার সকালে উঠেই ভোটদাতার দায়িত্ব পালন করতে চলে গেছেন।
মুম্বাই বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসেই এক বৃদ্ধের অভিযোগের মুখে পড়েন তিনি। ক্যাজ্যুয়াল নয় একেবারে ফর্মাল পোশাকে সেজেগুজে ভোট দিতে গেছেন অক্ষয়।
অভিনেতার পরনে ছিল কালো শার্ট ও চেক প্যান্ট। ভোট দিয়ে যখন বেরিয়ে আসছিলেন তখনই বৃদ্ধ তার সঙ্গে কথা বলতে যান। অক্ষয়ের নিরাপত্তারক্ষীরা বাধা দিতে এগিয়ে গেলে অভিনেতা তাদের বারণ করেন।
আরও পড়ুন
বৃদ্ধের অভিযোগ, অক্ষয় সর্বসাধারণের একটি শৌচালয় তৈরি করে দিয়েছিলেন। কিন্তু এখন সেই শৌচালের অবস্থা বেশ খারাপ। বৃদ্ধ তিন-চার বছর ধরে তার দেখাশোনা করছেন এবং তিনি চান অক্ষয় তাকে এবিষয়ে সাহায্য করুন। শৌচালয়ের একটি বাক্স আছে যা লোহার বলে বারবার জং ধরে যায়। অক্ষয়ের কাছে একটি বাক্স চান বৃদ্ধ। তা দিয়েই নাকি কাজ হয়ে যাবে।
অক্ষয় এবিষয় নিয়ে বৃহত্তর মুম্বাই মহানগর পালিকার (বিএমসি) কতৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। বৃদ্ধ চেয়েছিলেন বাক্সটি যেন অক্ষয়ই দিয়ে দেন তাকে। তবে অভিনেতা তাকে জানান, বিষয়টির দেখাশোনা বিএমসিরই করার কথা যা করার নগর পালিকাই করবে। এই কথোপকথনের পর সাংবাদিকদের অনুরোধের ভোটের কালি লাগা আঙুলটি দেখান অক্ষয়। তারপর নিজের গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।
প্রসঙ্গত, বলিউডে কয়েক দশকের ক্যারিয়ার অথচ ২০২৩ সালের আগে পর্যন্ত কানাডার নাগরিক ছিলেন অক্ষয়। ‘কানাডা কুমার’ বলে কটাক্ষও করা হয়েছে তাকে। কিন্তু গত বছর ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ‘বলিউডের খিলাড়ি’।
চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করেন। তারপর বুধবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট দিলেন। নিজের কেন্দ্রের সর্বপ্রথম ভোটার ছিলেন এ তারকা।
এমআইকে