মনোজ মিত্রের মৃত্যুতে শোকস্তব্ধ প্রসেনজিৎ-ঋতুপর্ণা
নাট্যব্যক্তিত্ব, অভিনেতা মনোজ মিত্রের মৃত্যুর পরে শিল্প জগতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি টলিউড তারকারাও শোকস্তব্ধ।
অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোজ মিত্রের ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। মনোজ মিত্র, আমাদের নাট্যমঞ্চের উজ্জ্বল এক অধ্যায়।’
অভিনেতার ভাষ্য, ‘শুধু এক অসামান্য শিল্পীই নন, তিনি এক অসাধারণ মানুষও ছিলেন। আমি অনেক সিনেমায় তার সঙ্গে কাজও করেছি। আজ তার চলে যাওয়া, যেন এক শূন্যতা রেখে গেলো মঞ্চে ও হৃদয়ে। বিদায় প্রিয় মনোজ জেঠু, আপনি মঞ্চে এবং আমাদের স্মৃতির আঙিনায় চিরকাল অমর থাকবেন।’
আরও পড়ুন
এদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলা থিয়েটার দুনিয়ার কিংবদন্তি মনোজ মিত্রকে বিদায়, যার শিল্পকলা ও গভীরতা কোটি কোটি দর্শকের মন ছুঁয়েছিল। তার শিল্প সৃষ্টির মধ্যে দিয়েই বেঁচে থাকবেন তিনি, শান্তিতে থাকুন।’ তাদের পোস্টে শোকপ্রকাশ করেছেন ভক্তরা।
প্রসঙ্গত, কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনোজ মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ বৃষ্টি’-তে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
তার জন্ম ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলার ধূলিহর গ্রামে। ১৯৫৮ সালে স্কটিশ চার্চ কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক হন তিনি। এই কলেজে পড়ার সময়েই নাটকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন।
সেই সময় তিনি সঙ্গী হিসেবে পেয়েছিলেন বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তদের। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মনোজ। গবেষণাও শুরু করেছিলেন।
এমআইকে