যে কারণে দীপিকা-রণবীরকে নিয়ে বাড়তি সতর্ক ছিলেন রোহিত
চলতি মাসের শুরুতে বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিংহম এগেইন’। এবার রামায়ণের মোড়কে এ সিনেমার গল্প সাজিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। তবে ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে এখন যে বেশ বেগ পেতে হয় সেকথা স্বীকার করেছেন তিনি।
‘সিংহম’ সিরিজের নতুন সিনেমা ‘সিংহম এগেইন’ তৈরির সময় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের একসঙ্গে করা দৃশ্যগুলো নিয়ে বাড়তি সতর্ক থাকতে হয়েছিল পরিচালককে।
সম্প্রতি এক পডকাস্টে যাওয়ার পরে সিনেমার বিষয়ে কথা বলেছেন রোহিত শেট্টি। ‘অজয়-রোহিত তারকা জুটি কী ধর্মীয় বিষয় নিয়ে সিনেমা তৈরি করতে চাইবেন’ প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘বলা যায় না। আজকাল কে কখন কোন বিষয় নিয়ে আপত্তি তোলে। কার কোন বিষয় খারাপ লেগে যায়।’
পরিচালক জানান, যেহেতু রণবীরের চরিত্রটির অনুপ্রেরণা হনুমান, সেহেতু তার সঙ্গে দীপিকার সিনগুলো শুট করার সময় বাড়তি সতর্ক থাকতে হয়েছিল। কোনও ভাবে যাতে দু’জনের মধ্যে কোনও রোমান্টিকতার আভাস না পাওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হতো।
শেষে তিনি বলেন, ‘রামায়ণ নিয়ে কাজ করতে গেলে সবার ভাবাবেগের কথা মাথায় রাখতে হয়।’ অজয় দেবগন ও রোহিত শেট্টির কম্বিনেশন বলিউডকে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছে। এরমধ্যে অন্যতম ‘সিংহম’ সিরিজ।
এমআইকে