প্রসাদ খেয়ে হাসপাতালে অভিনেত্রী অঙ্গনা
কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পরই অসুস্থবোধ করেন ওপার বাংলার অভিনেত্রী অঙ্গনা রায়। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেত্রীকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। খাদ্যে বিষক্রিয়ার জেরেই অঙ্গনা অসুস্থ হয়ে পড়েছেন বলে সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা লাজবন্তী রায়।
বিজ্ঞাপন
এদিকে অঙ্গনা জানান, কালীপূজার রাতে প্রসাদ খাওয়ার পর থেকেই অসুস্থবোধ করেন তিনি। বিষক্রিয়ার জেরে শরীরে রক্তচাপও কমে যায়। এমনিতেই তার রক্তচাপ একটু কমই থাকে। কিন্তু এদিন তার শরীর বেশ দুর্বল হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়।
অভিনেত্রীর কথায়, ‘প্রসাদ খাওয়ার ফলে যে এত মারাত্মক পরিস্থিতি হতে পারে, তেমন ধারণা ছিল না। ডাক্তার বলেছেন, এটা ভীষণই কমন একটা ব্যাপার। আমার পাশের বেডে যিনি রয়েছেন, তিনিও প্রসাদে বিষক্রিয়ার জেরেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় এখন অনেকটাই ভালো রয়েছি। সব ঠিক থাকলে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাব।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
চিকিৎসকের পরামর্শ মতো বেশ কয়েকটি পরীক্ষা-নিরিক্ষাও আপাতত করাতে হবে অঙ্গনাকে। সেগুলো ইতোমধ্যেই শুরু হয়েছে।
বিজ্ঞাপন
মাসখানেক আগেও ‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে পার্বতীর চরিত্র থেকে সরে এসেছিলেন তিনি এই অসুস্থতার জেরেই। সুস্থ হয়েই খুব শিগগিরিই ফ্লোরে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন অঙ্গনা রায়।
ডিএ