শাহরুখের যে কথায় অপমানিত বোধ করেন জায়েদ খান
২০ বছর আগে বলিউড ইন্ডাস্ট্রিতে তেমন চর্চা হতো না নেপোটিজম নিয়ে। তবে তখনও বলিউডের একাধিক ফিল্মি পরিবারের নতুন প্রজন্ম পা দিয়েছিল অভিনয়ের দুনিয়ায়। তাদের অন্যতম সঞ্জয় খানের পুত্র জায়েদ খান। কিন্তু সিনেমা জগতে পা না রাখতেই অপমানিত বোধ করেন এই অভিনেতা।
ফারহা খান পরিচালিত ‘ম্যায় হুঁ না’ ছবিতে দর্শকদের নজরে আসেন বলিউড কিং শাহরুখ খান। আর সেই ছবিতে শাহরুখের সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন জায়েদ খান। সম্প্রতি ফারহা খানের এই ডেবিউ ছবি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেতা।
ছবির কাস্টিং চূড়ান্ত হওয়ার আগে শাহরুখ নাকি জায়দেকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তুমি কি অভিনয় করতে জানো?’ আর এ কথাতে কষ্ট পান জায়েদ। জানান, সে সময় শাহরুখের এই কথা শুনে বেশ অপমানিত বোধ করেছিলেন তিনি।
আরও পড়ুন
সাক্ষাৎকারে জায়েদ জানান, ফারাহ তাকে শাহরুখ খানের অফিসে দেখা করার জন্য ডেকেছিলেন। জায়েদ বলেন, ‘ফারাহ আমার দিকে তাকাচ্ছে এবং আমি তাকে বলি আমি এখানে কেন এসেছি। ফারাহ আমাকে থামিয়ে বলেন দুই মিনিটের জন্য চুপ থাকো। এ কথায় ফারাহকে অভদ্র মনে হতে লাগল। এ সময় শাহরুখ আসলেন, তবে তার আচরণ ছিল বরাবরের মতো প্রেমময়, মিষ্টি।’
জায়েদ বলেন, ‘আমি শুধু শাহরুখের কথা শুনছিলাম কিন্তু সবটা বুঝতে পারছিলাম না। তারপরে তিনি বলেন যে আমরা তোমাকে ম্যায় হুঁ না-র সেকেন্ড লিড চরিত্রের জন্য ডেকেছি। এরপর শাহরুখ বলেন- ছাড়ো এসব কথা বাদ দেই, একটি প্রশ্ন করতে চাই- তুমি কি অভিনেতা? তুমি কি অভিনয় করতে পারো?’
জায়েদ বলেন,‘আমার খারাপ লেগেছিল যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি অভিনয় করতে পারি কিনা। আমি জন্মেছি অভিনয়ের জন্য। এটি এমন একটি দৃষ্টিকোণ থেকে এসেছিল, আমি অহংকারী হয়ে এটা ভাবিনি। আমি তাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম আপনি কি অভিনয় করতে পারেন?’
ডিএ