মা প্রসঙ্গে প্রশ্ন, আবেগঘন উত্তর দিলেন শাহরুখ
বলিউডে পা রাখার আগেই প্রয়াত হন শাহরুখ খানের বাবা-মা। তবে কিং খানের অভিনয় জীবনের সঙ্গে বিশেষ যোগসূত্র রয়েছে তার অভিভাবকদের। অল্প বয়সে অভিভাবকদের হারালেও, অভিনেতার একের পর এক সিনেমায় অভিনয়ের অনুপ্রেরণা বাবা মীর তাজ মহম্মদ খান এবং মা লতিফ ফাতিমা।
সাধারণত প্রকাশ্যে মা-বাবাকে নিয়ে খুব বেশি মন্তব্য করেন না শাহরুখ। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অভিভাবকদের নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন।
শাহরুখ বলেন, ‘জানি না, সব সময় মনে হত আমি খুব বড় বড় ছবিতে অভিনয় করব। যাতে স্বর্গ থেকে আমার মা এবং বাবা ছবিগুলো দেখতে পান। আমি এখনও এটা বিশ্বাস করি এবং তাতে কাজও দেয়। কোন তারাটি আমার মা, আমি সেটাও জানি।’
আরও পড়ুন
মা জীবিত থাকলে কোন ছবিতে ছেলের অভিনয় পছন্দ করতেন এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা জানান, ‘দেবদাস’ ছবিতে তার অভিনয় মায়ের পছন্দ হত। অভিনেতার কথায়, ‘ছবিতে আমাকে দেখলে তিনি প্রশংসাই করতেন। অভিনেতাদের মধ্যে অনেকেই আমাকে ছবিটি করতে নিষেধ করেন। কিন্তু আমি ছবিটা করতেই চেয়েছিলাম। হয়ত আমার মাকে দেখানোর জন্যই যে, দেখো মা, আমি ‘দেবদাস’ ছবিতে অভিনয় করছি।’
প্রসঙ্গত, গত বছর শাহরুখ অভিনীত তিনটি ছবি মুক্তি পায়। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’— তিনটি ছবিই বক্স অফিসে একাধিক নজির গড়েছে। এই মুহূর্তে ‘কিং’ ছবির প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ। এই ছবিতে একজন হত্যাকারীর চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। সুজয় ঘোষ পরিচালিত এই ছবিতে শাহরুখের সঙ্গেই অভিনয় করছেন কন্যা সুহানা খান।
এমআইকে