পূজায় ভিন্ন লুকে ধরা দিলেন সুস্মিতা সেন
দুর্গাপূজা উপলক্ষ্য মুম্বাইয়ের একটি মণ্ডপে দেখা মিলল সুস্মিতা সেনের। সঙ্গে ছিলেন বয়ফ্রেন্ড রোমান শল ও মেয়ে আলিশা সেন। পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন অভিনেত্রী।
এদিন মণ্ডপে গ্রিন প্রিন্টেড টপে স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন সুস্মিতা। মণ্ডপে প্রবেশের পরেই প্রথমে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে প্রণাম করেন। এরপর হাত নেড়ে পুরোহিতকেও অভিবাদন জানান।
বাইরে এসে বেশ কয়েকজন দুস্থ মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলেন। ফের আসার প্রতিশ্রুতিও দেন। এরপর রোমানের গাড়িতে করে ফিরে আসেন প্রাক্তন মিস ইউনিভার্স।
আরও পড়ুন
সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়েছিলেন অভিনেত্রী। টক শো-এ অভিনেত্রী খোলসা করেন বড় তথ্য।
জানিয়েছিলেন, রোমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই।
এদিকে, গত বছর ললিত মোদি দাবি করেছিলেন, সুস্মিতার সঙ্গে তিনি ডেট করছেন বিয়েও করবেন। পরে অবশ্য ললিতের কথা উড়িয়ে দেন সুস্মিতা। প্রাক্তন প্রেমিক রোমানের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
সুস্মিতা সেনকে শেষ দেখা গিয়েছিল পরিচালক রাম মাধবনির ক্রাইম থ্রিলার শো আরিয়া ৩-এ। ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হয়েছিল এই সিরিজ।
এমআইকে