‘শুটিং চলাকালীন দুঃস্বপ্ন দেখি, কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই’
১৭ বছর আগের ঘটনা। ১১ জুলাই ২০০৭ সাল, ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে এক পরিবারের ৯ সদস্য ‘আ ত্ম হ ত্যা’ করে। সেই ঘটনা নিয়ে ২০২১ সালেই ওয়েব ফিল্ম বানানোর ঘোষণা দেন ‘পুনর্জন্ম’ নির্মাতা ভিকি জাহেদ।
এরপরই শুরু হয় নির্মাণকাজ। প্রায় তিন বছর পর চলতি মাসের ১০ অক্টোবর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘চক্র’ শিরোনামে সেই আলোচিত ঘটনায় নির্মিত ওয়েব ফিল্মটি।
বিষয়টি নিশ্চিত করেছেন এই ওয়েব ফিল্মে কাজ করা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বহুদিন পরে হলেও পর্দায় ‘চক্র’ মুক্তির ঘোষণায় ভীষণ আনন্দিত তিনি।
তবে ফারিণ জানালেন, এই ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে অদ্ভুত কিছু ঘটনার সাক্ষী হতে হয়েছে তাদের। এমনকি কোনো কারণ ছাড়াই শুটিং সেটে অজ্ঞান হয়ে পড়ার ঘটনাও ঘটেছে।
ফারিণ বলেন, ‘কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে— কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের।’
এরপর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, ‘এই সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন: আমরা যেখানে বা যেই হাউসে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।’
আরও পড়ুন
শুটিং সেটে অজ্ঞান হওয়ার ঘটনা বর্ণনা করে ফারিণ বলেন, ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না।’
সবাইকে অনুরোধ করে ফারিণ বলেন, ‘আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি, হতাশ হবেন না।’
সিরিজটির প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরো অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।
এনএইচ