কোল্ডপ্লে ভক্তদের জন্য দুঃসংবাদ
ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ব্যান্ডদলটির। কিন্তু এবার কোল্ডপ্লে-এর ভক্তদের জন্য এল দুঃসংবাদ! জানা গেছে, তাদের ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম বের করবে না ব্যান্ডদলটি।
সম্প্রতি কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন জানিয়েছেন, ব্যান্ডটি তাদের আসন্ন দশম স্টুডিও অ্যালবাম 'মুন মিউজিক' এর পর আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবে। এরপর থেকে আর নতুন আর কোনো গান শোনা যাবে না ব্যান্ডদলটির থেকে।
এপেল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, আমরা শুধু ১২ টি অ্যালবাম পর্যন্তই যাব। তবে আমাদের সমালোচকদের জন্য সংখ্যাটা আরও কম হলে ভালো হতো। সেই জন্যই আমাদের একটা সীমাবদ্ধতার মাঝে থাকা গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন
এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে বিটলস ও বব মার্লেকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান ক্রিস মার্টিন। বলেন, বিটলস’র প্রায় ১২ টি অ্যালবাম আছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা।
উল্লেখ্য, কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশিত হবে ৪ অক্টোবর। আর আগামী বছর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। তবে ব্যান্ড হিসেবে কোনো অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
ডিএ