‘মায়া’ হয়ে আসছেন সারিকা
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া‘। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে সারিকা সাবরিনকে। এছাড়া ‘মায়া‘র মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করছেন অভিনেতা মামনুন ইমন। পারিবারিক টানাপোড়েন এবং এ সময়ের নারীদের সংগ্রামের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। রায়হান রাফীর নির্মাণে ইমন-সারিকা জুটির এটিই প্রথম কাজ।
‘মায়া’ তে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, সে প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন সারিকা। রাফীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সারিকা বললেন, ‘কাজ করতে গিয়ে শিল্পীর সঠিক যে সম্মান, কমফোর্ট জোন দিতে হয়, তিনি সেটা ভালোভাবে মাথায় রেখে কাজ করেন। শ্যুটিংয়ের আগেও ভালোভাবে প্রস্তুতি নেন। টিমটাও বেশ গোছানো।’
‘মায়া’ সারিকার দ্বিতীয় ওয়েব ফিল্ম হলেও চিত্রনায়ক ইমনের প্রথম। সিনেমাটিতে ‘মায়া’ চরিত্রে সারিকা আর ‘রাহাত’ চরিত্রে ইমন অভিনয় করেছেন। তবে ইমনের সঙ্গে অভিনয় এটিই প্রথম নয় সারিকার। আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র, নাটকেও কাজ করেছেন তারা। ‘মায়া’ ওয়েব ফিল্মটির মাধ্যমে দীর্ঘ ছয় বছর পর আবার দেখা হল দুজনের।
আরও পড়ুন
ইমনের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সারিকা বলেন, ‘যখন শুনলাম সহশিল্পী ইমন, অবাক হলাম। কাজ করতে গিয়ে অভিজ্ঞতাও ভালো। দুই চরিত্রের রসায়ন দর্শকের ভালো লাগবে। শ্যুটিংয়ের সময় বলেছি, এবার নতুন এক ইমনকে দেখতে পাবে দর্শক।’
জানা গেছে, আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে লিলি নিবেদিত বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারবেন দর্শকরা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিঞ্জ অরজিনাল ওয়েব ফিল্মটির টিজার। স্বামীর অবর্তমানে নারীদের যে ধরনের চাপের মুখে পড়তে হয়, তাই ফুটে উঠেছে টিজারে।
প্রথম দৃশ্যে দেখা যায়, মায়া থানায় এসে পুলিশকে বলে উঠল, ‘স্যার, আমার হাজব্যান্ড নিখোঁজ।’এরপর কয়েক ঝলকে একের পর এক রহস্যে ঘেরা ও শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলোয় মিলেছে থ্রিলারের আবহ। সব মিলিয়ে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে রাফীর ওয়েব ফিল্মটি।
নির্মাতা রায়হান রাফী বলেন, ‘মায়া ওয়েব ফিল্মটিতে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা সহজেই এর কাহিনির সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন। টিজার দেখে এর কাহিনি নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন। আমার বিশ্বাস, ওয়েবফিল্মটি দর্শকরা উপভোগ করবেন।’
ডিএ