‘৭১ হয়ে যাবে, আর নাটক করব না’ কেন এমন সিদ্ধান্ত অঞ্জনের
‘আরো একটা লিয়ার’ মঞ্চে নিয়ে আসছেন বর্ষীয়ান গায়ক অঞ্জন দত্ত। তবে স্পষ্ট করে দিয়েছেন, এটা তার শেষ নাটক। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন? এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমেকে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জন দ্ত্ত বলেন, ‘নভেম্বরে যখন নাটকটা করব ৭১ বছর বয়স হয়ে যাবে। আমি নিজেকে শুধু পরিচালক হিসেবে দেখি না, নাটকে নিজে অভিনয় করি।’
তিনি বলেন, ‘৭১ বছর বয়স হচ্ছে বলে যে আমি ছবি করা বন্ধ করছি তা নয়। মঞ্চে দাঁড়িয়েই গানের শো করছি। কিন্তু নাটক করতে গেলে শারীরিক দিক থেকে যে পরিশ্রম করতে হয়, সেটা আমি ৭১ বছর বয়সের পর পারব বলে মনে হচ্ছে না। তাই ভাবলাম, সিদ্ধান্তটা নিয়ে নিই।’
সিনেমার শুটিং নিয়ে অবশ্য তার কোনও ক্লান্তি নেই। এ বর্ষীয়ান গায়ক বলেন, ‘ছবির শুটিং করতে আমার কোনও রকম সমস্যা হয় না। আমি শুধু বলি রাত ৯টা বা ১০টায় আমাকে ছেড়ে দিতে। সৃজিত (মুখোপাধ্যায়) যেমন রাত ৩টা অবধি শুটিং করেন। সেটা না হলে আর কোনও সমস্যা নেই। আসলে নাটকে কোনও রকম ফাঁকিবাজিতে আমি বিশ্বাস করি না। এমন নাটকে কাজ করবো যেখানে দৌড়ঝাঁপ থাকবে না, সেটাও আমার পক্ষে সম্ভব নয়। তাই সব দিক বিচার করে মনে হল, এটাই শেষ নাটক হলে ভালো হয়।’
আরও পড়ুন
‘কিং লিয়ার’ বেছে নেওয়ার কারণ হিসেবে অঞ্জন বলেন, ‘আমার যে বয়স, নাটকে তার কাছাকাছি কোনও চরিত্র করতে পছন্দ করি। কম বয়সে চুল সাদা করে বেশি বয়সের চরিত্র করেছি এমন নয়। সেদিক থেকে এবার নাটকের চরিত্রটা আমার জন্য উপযুক্ত। আর শেষ নাটক যখন, তখন উইলিয়াম শেক্সপিয়রের ছোঁয়া থাকলে ভালো হবে, সেটাও মনে হল।’
এই বছর কোনও বাংলা ছবি করছেন না অঞ্জন। তার ‘চালচিত্র এখন’ ছবিটা সমালোচক মহলে যেমন প্রশংসিত হয়েছে, তেমনই দর্শকের মধ্যে জনপ্রিয় হয়েছে। সেই ছবি শেষ করার পর তার শেষ নাটকের ছক সাজানোর কাজে মেতে উঠেছেন অঞ্জন।
সমাজে হয় দুর্নীতি, না হয় ফ্যাসিজম, যার মাঝে পড়ে মানুষ ছটফট করে। সেই ভাবনা যে শেক্সপিয়ারের এই নাটকেও আছে, তা অনুভব করেছেন অঞ্জন। তাই নাটকটা যে পরিচালকের রাজনৈতিক বিশ্লেষণের প্রতিচ্ছবি হবে, সেটা আশা করা যায়।
এমআইকে