মমতার মন্তব্যকে বিদ্রুপ করে যা বললেন ঋত্বিক চক্রবর্তী
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী খুব সক্রিয়ভাবে আরজি কর কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালিখি করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্গাপুজো উৎসবে ফেরার মন্তব্যকে বিদ্রুপ করেছেন।
বিজ্ঞাপন
সাক্ষাৎকারে ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘উৎসবে ফিরে আসার মতো মন মেজাজ নেই। আর এটা ব্যক্তিগত ব্যাপার একটা। কেউ কাউকে ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারেন না। তবে প্রতি বছরই নানা কারণে কিছু মানুষের মন পুজোর সময় ভারাক্রান্ত থাকে। এবারও থাকবে।’
পুজোয় বাংলা ছবির ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে কাজটা করি সেটা তো বিনোদন জগতের কাজ। এখন মানুষের সামগ্রিক ভাবে যদি মুড খারাপ থাকে, মানুষ যদি কোনও কারণে রেগে থাকে বা দুঃখে থাকে তাহলে সে কতটা বিনোদিত হতে চায় তাহলে সেটা অবশ্যই একটা প্রশ্ন।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
অভিনেতার ভাষ্য, ‘আমি কাউকে বলতে পারি না বিনোদনে ফিরে এসো। তবে আমরা যে কাজ করি সেটা বিনোদন নয়, সেটা কাজ আর চার পাঁচটা কাজের মতোই। আমরা যখন কাজ করি আমরা বিনোদিত হই না। কিন্তু আমাদের কাজটা অন্যদের বিনোদন দেয়। কিন্তু সেই কাজ কীভাবে মানুষকে বিনোদন দেবে সেটা সময় অনুযায়ী বিচার হবে। সবই সময় অনুযায়ী বিচার হয়।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যখন ছাত্রদের পরীক্ষা চলে তখন সিনেমা রিলিজ হয় না। ফলে সময় সমাজ কীভাবে চলছে সেটার উপর সব নির্ভর করে।’
প্রসঙ্গত, এই পুজোয় ঋত্বিক চক্রবর্তীরও একটি ছবি আসছে। রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান মুক্তি পাবে, সেখানে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে।
এমআইকে