শুকনা খাবার ও ঔষধ বন্যার্তদের জীবন বাঁচাতে পারে
ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। বিভিন্ন নাটকে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞাপনে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন শোতে আত্মপ্রকাশ করেন।
সম্প্রতি ফারহান আহমেদ জোভান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
বন্যার কারণে চর এলাকাগুলোর অবস্থা খুবই নির্মম জানিয়ে জোভান পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের দেশের মানুষ না খেয়ে আছে, ঘুমোনোর জায়গা নেই মারা যাচ্ছে মানুষ! আপনার দেয়া সামান্য শুকনা খাবার ও ঔষধ তাদের জীবন বাঁচাতে পারে, অনেকেই শহরের আশেপাশে খাবার দিয়ে চলে আসছে কিন্তু ভেতরের অবস্থা খুবই নির্মম বিশেষ করে চর এলাকাগুলো।’
আরও পড়ুন
এ অভিনেতা বলেন, ‘৩১ তারিখ চরের উদ্দেশ্যে রওনা হবে আমাদের টিম সুবর্ণচরের আশেপাশের নদীর পাশে গ্রামগুলোতে যাবে ইনশাআল্লাহ!! আশ্রয় কেন্দ্রের জন্য চাল ডাল ঘর বন্দিদের জন্য খাবার ও ঔষধ।’
ক্যাপশনের শেষাংশে জোভানের ভাষ্য, ‘বাচ্চাদের জন্য দুধ, নাপা সিরাপ এগুলোর প্রয়োজন আপাতত। আমাদের ক্যাম্প মিরপুর কালশি ইসলামিয়া বিদ্যালয় আপনি এসে, এখানেও সামর্থ্য অনুযায়ী দিয়ে যেতে পারেন।’
উল্লেখ্য, স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১ টি জেলা। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। এ ঘটনায় এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।
বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে।
এমআইকে