ফ্যাসিবাদের বিকল্প ফ্যাসিবাদকে না আনার আহ্বান সিয়ামের
সরকার পতনের পর দেশজুড়ে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। যে সকল ঘটনায় আক্রান্ত হয়েছেন রাজনৈতিক নেতাকার্মী, বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান।
এরই মধ্যে রাজশাহীতে স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ভেঙে তছনছ করে ফেলা হয়েছে প্রেক্ষাগৃহ। এরপর ধরিয়ে দেওয়া হয়েছে আগুন।
বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়ক সিয়াম আহমেদ। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুক দেওয়া এক স্ট্যাটাসে তিনি সবাইকে অপশক্তিদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
ভাঙচুরের শিকার স্টার সিনেপ্লক্সের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করে সিয়াম লিখেছেন, স্টপ ইট। স্টপ ইট নাও। আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেখানে শিল্প-সংস্কৃতির চর্চা আরও সুন্দর হবে এটাই কামনা ছিল। তবে কেন রাহুল আনন্দদা’র বাড়িতে হামলা হলো, বগা তালেবের বাড়িতে হামলা হলো? কেন রাজশাহী সিনেপ্লেক্সের এই হাল? কেন রুটস সিনেক্লাবের ২ কোটি টাকার ক্ষতি হলো? কারা করছে এই কাজগুলো?
এরপর সিয়াম ভক্তদের ডাক দিয়ে লেখেন, ‘চলুন আমরা সবাই মিলে রুখে দেই এই অপশক্তিদের। ফ্যাসিবাদের বিকল্প হিসেবে ফ্যাসিবাদকে না এনে নতুন এক বাংলাদেশ গড়ি। আমাদের স্বপ্নের বাংলাদেশ।’
আরও পড়ুন
এদিকে ভাঙচুরের ঘটনায় স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত। ক্ষমতার পালাবদলের পর হাইটেক পার্কে একদল দুর্বৃত্ত হামলা করে। তাদের মধ্যে থেকেই একদল সিনেপ্লেক্স ভাঙচুর করে। একপর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়।’
মেজবাহ আহমেদ বলেন, ‘আমাদের স্টার সিনেপ্লেক্সের অধিকাংশ শাখাই মার্কেটের ভেতরে অবস্থিত। তাই সেসব সুরক্ষিত রয়েছে। এটা হাইটেক পার্কের ভেতরে ছিল। হাইটেক পার্কে হামলার ফলে আমাদের সিনেপ্লেক্সে হামলা করা হয়েছে।’
এনএইচ