সংখ্যালঘুদের নিরাপত্তা চান সাবিলা নূর
ছাত্রদের অসহযোগ আন্দোলন ঘিরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে শুরু হয় গণ-উল্লাস; সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের।
কিন্তু, এই উল্লাসে সাধারণ মানুষদের মতো মেতে দেশের তারকা অঙ্গন। বিভিন্ন অভিনয়শিল্পী, চিত্রতারকা, সংগীতশিল্পীরা সামাজিক মাধ্যমে তাদের উল্লাস-উন্মাদনা প্রকাশ করেন। তবে এ বিজয় উল্লাসকে কেন্দ্র করে একদল অতি উৎসাহী মানুষদের দ্বারা সৃষ্ট হামলা, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অনুরোধ করেন এসব কাণ্ড না ঘটানোর।
তাদের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর। সামাজিক মাধ্যমে তারুণ্যের অবদান উল্লেখ করে বিজয় উল্লাসে মেতে ওঠেন তিনি।
আরও পড়ুন
এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের পতাকা হাতে জনস্রোতের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, 'একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার'
সাবিলা নূর লেখেন, এই স্বাধীনতা তোমাদের। পুরোটাই তোমাদের। জেমস অফ জেন-জি এর লড়াকুরাই এই গল্পের রূপকার। একেই বলে তরুণ্যের জয়।
কিন্তু এর পরেই অপর একটি পোস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত চেয়ে অনুরোধ করেন। তিনি লেখেন, 'আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।'
এর আগে দেশের সম্পদ বিনষ্ট না করতে দেশবাসীকে সংযত হওয়ার অনুরোধ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। সামাজিক মাধ্যমে নায়িকা লেখেন, 'শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না।'
ডিএ