হলিউড-বলিউডের থেকে আমরা পিছিয়ে নেই : শাকিব
বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশে ঝড় তোলার পর এবার ভারতে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’। রাত পোহালেই দেশটির একাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেল তুফানি নায়ক শাকিব খানকে। সেখানে ‘তুফান’র প্রিমিয়ার শোয়ের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন ঢালিউড কিং।
ব্রিফিংয়ে শাকিব খান জানান, ইতোমধ্যে ৬-৭ টি দেশে পোস্টার ছাড়াই হাউজফুল হয়েছে ‘তুফান’র শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চার-এ চলে এসেছে বাংলা সিনেমা। নায়কের কথায়, ‘এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে।’
ঢালিউড কিং বলেন, ‘তুফান যেভাবে সাফল্য আনলো, মানুষের ভালোবাসা দিলো যে; মানুষ তা দেখতে দলে দলে চলে আসলো। আমি এটুকু বলতে পারি, বাংলায় তুফান উঠেছে। সেটা ওপার-এপার বাংলা হোক, এই তুফান থামবে না। খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড, বলিউড, তামিলের সাথে; পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রিজের সাথেও আমরা টপ চার্টে আছি, পিছিয়ে নেই।’
আরও পড়ুন
মেগাস্টার বলেন, ‘দুই বাংলার দারুণ কোলাব্রেশনই বলে দিচ্ছে আমরা আর পিছিয়ে নেই। যার প্রমাণ ‘তুফান’ সিনেমা। ত্রিশ থেকে চল্লিশ কোটি বাংলা ভাষার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। সংখ্যার দিক থেকে আমরা পিছিয়ে নেই। ভাষাগত দিক থেকে এর চেয়ে অনেক কম জনসংখ্যা নিয়ে দক্ষিণ, মালায়লাম, পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি আজ অনেক দূর এগিয়ে। সুতরাং আমরা কেনো পিছিয়ে থাকবো।’
টালিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমার ওপর গুরুত্ব কম দেওয়া হচ্ছে জানিয়ে শাকিব বলেন, ‘অনেকদিন কলকাতায় বড় কোনো বাংলা সিনেমা হচ্ছে না। এই চর্চাটা হয়ত উঠে গেছে। বলতে চাই, আমরা যারা বাংলায় থাকি, বাংলাকে ভালোবাসি, তাই আমরাও আমাদের বাংলা সিনেমা দেখবো।’
সংবাদ সম্মেলনে শাকিবের সঙ্গে উপস্থিত ছিলেন ‘তুফান’ সিনেমার নির্মাতা রায়হান রাফী, নায়িকা মিমি চক্রবর্তী, প্রযোজক শাহরিয়ার শাকিল ও ‘তুফান’র ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনি।
‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ। তুফান ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ।
ডিএ