হতাশার কথা জানালেন ববি!
এবার ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির অভিনীত ছবি ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটিতে নয়নতারা নামে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিনেমাটির নানা প্রসঙ্গ ও ব্যস্ততা নিয়ে কথা বলেন নায়িকা।
এবার ঈদে মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। এছাড়াও মুক্তি পেয়েছে ‘ময়ূরাক্ষী’, ‘রিভেঞ্জ’, ‘ডার্ক ওয়ার্ল্ড’ ও ‘আগন্তুক’ সিনেমাগুলো।
কিন্তু এবার ঈদে প্রেক্ষাগৃহগুলোতে তেমন সাড়া পায়নি ‘ময়ূরাক্ষী’। দর্শকরা মনে করেছেন, এবার ঈদে শাকিব খানের ‘তুফান’ কে চ্যালেঞ্জ করার মতো কোনো ছবি নির্মাণ হয়নি।
ঈদের সিনেমা নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন, এমন প্রশ্নের উত্তরে নায়িকা ববি বলেন, ‘সিনেমাটির গল্পটি সুন্দর ছিল। যারা দেখেছেন তারা ভালোমন্দ-দুটোই বলেছেন। প্রশংসাও পেয়েছি, হতাশাজনক অভিব্যক্তিও পেয়েছি। শুধু বলবো, সিনেমাটি আরও ভালো হতে পারতো।’
সিনেমায় অভিনীত চরিত্রের ব্যপ্তি নিয়ে হতাশ কী না- এমন প্রশ্নের জবাবে ববি বলেন, ‘শুধু আমি নই, দর্শোকও হতাশ। অনেক দর্শকই বলেছেন আমার চরিত্রটির আরও ব্যপ্তি প্রয়োজন ছিল। এটা তো একজন সিনেমার নায়িকার গল্প নিয়ে বানানো সিনেমা। অথচ সেই নায়িকার চরিত্রটিই ঠিকঠাক ফুটিয়ে তোলা হয়নি। গল্পটা যাকে নিয়ে, তাকেই যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়।’
আরও পড়ুন
নায়িকা বলেন, ‘ডাবিংয়ের সময় এক রকম ছিল। তখন যেসব দৃশ্য রাখা হয়েছিল মুক্তির পর দেখলাম তার অনেকই নেই। অনেক ভালো দৃশ্য নির্মাতা বাদ দিয়েছেন। সেগুলো বাদ না দিলে সিনেমাটি আরও ভালো হতো। ডাবিংয়ে যতটা দেখেছিলাম, ততটা নেই সিনেমায়। অনেক ভালো সিকোয়েন্স বাদ দেওয়া হয়েছে। অনেক কাটাছেড়া করায় গল্পগুলো খাপছাড়া হয়ে যায়।’
তবে এই সিনেমায় অভিনয় করা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল বলেও জানান ববি। নায়িকার কথায়, ‘যে কোনো সত্য ঘটনা পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তোলা অনেক চ্যালেঞ্জিং একটা কাজ। আর মানুষ যদি সে গল্পটি জেনে থাকে, তা আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। চরিত্রটির মধ্যেই ডুবে ছিলাম, আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখন বাকিটা দর্শকরাই বলবেন।’
উল্লেখ্য, গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘ময়ূরাক্ষী’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দ্বীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।
ডিএ