ফারহানের ‘মাস্তান’ দেখে কাঁদছে দর্শক
ঈদের আগেই মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহানের বিশেষ নাটক ‘মাস্তান’। কোরবানির ঈদ ও একটি গৃহপালিত গরুর গল্পে নির্মিত হয়েছে এই নাটক। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তার গরু মাস্তান।
আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ। ঈদ উপলক্ষে ১৫ জুন দুপুরে নাটকটি মুক্তি পেয়েছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এরপরই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে এই নাটক।
ইউটিউবে নাটকটি দেখে রমজান হোসেন নামের এক দর্শক মন্তব্য করেছেন, ‘চোখের অজান্তে চোখ বেয়ে পানি পড়ছে কখন জানি না। আসলে আমাদের মতো মধ্যবিত্তদের ওই একটা পশুকে নিয়ে একরাশ স্বপ্ন থাকে, থাকে অফুরন্ত ভালোবাসা। কিন্তু আমরা তো মধ্যবিত্ত, অর্থের বিনিময়ে ভালোবাসা যে বিক্রয় করে দিতে হয়।’
জান্নাত আক্তার লিখেছেন, ‘নাটকটা খুবই সুন্দর ছিল। মন ছুঁয়ে গেল এমন নাটক দেখে। কুরবানির সময় এরকম লাখ লাখ মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে প্রিয় পশুর মায়ায়।’
আরও পড়ুন
আরেকজন দর্শক লিখেছেন, ‘বলার ভাষা নেই ফারহান ভাই আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনাকে নিয়ে লেখা শেষ হবে না। একটা প্রাণীকে কষ্ট করে খাওয়ানো গোসল করানো কিন্তু তাকে একসময় বিক্রি করে দিতে হয়। কিছু অভাবের জন্য। সত্যি ভাই পৃথিবীতে কোনও কিছু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার মোহ-মায়া থেকে সব ছেড়ে যায় এবং ছেড়ে দিতে হয়। আপনার নাটকটি দেখে আমি কান্না ধরে রাখতে পারি নাই।’
দর্শক আলিম খান লিখেছেন, ‘নাটকের শেষ ১০ মিনিট শুধু চোখ দিয়ে পানি বের হইছে। আসলে যারা গরু ভালোভাসে, তারাই বুঝবে এই নাটকের মহত্ব কতটা।’
‘মাস্তান’ মুক্তির পর দারুণ সাড়া পাচ্ছে সংশ্লিষ্টরা। নাটকটি প্রকাশের চার ঘণ্টায় (বেলা ১২টা থেকে বিকাল ৪টা) অতিক্রম করেছে প্রায় তিন লাখ ভিউ।
নাটকটি প্রসঙ্গে অভিনেতা ফারহান বলেন, ‘এটা আমার জন্য গুড ওপেনিং বলা যেতে পারে। এই ঈদের প্রথম কাজটি প্রকাশ হলো। বেশ ভালো সাড়া পাচ্ছি। নাটকে আমি যেমন মাস্তানের জন্য কেঁদেছি, এখন দর্শকরা কাঁদছে আমাদের দুজনের জন্যই। প্রচুর টেক্সট ও ফোন পাচ্ছি। ধন্যবাদ জানাই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে।’
মুশফিক আর ফারহান ছাড়াও ‘মাস্তান’-এ অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ।
এনএইচ