প্যাশন দিয়ে রাজনীতিটাও করব : কঙ্গনা
বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। গ্যাংস্টার ছবি বক্স অফিসে হিট হওয়ার পরেই নাকি রাজনীতিতে আসার ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু তখন কঙ্গনার কাছে ক্যারিয়ার ছিল মূল্যবান।
সেই দিন এখন অতীত বলিউডের কুইন হওয়ার পাশাপাশি কঙ্গনা এখন বিজেপি সাংসদ। সম্প্রতি এক পডকাস্টে নিজের রাজনৈতিক জীবন নিয়েই কথা বলেছেন এ অভিনেত্রী।
মাণ্ডির নতুন সাংসদ বলেন, ‘আমার দাদু ছিলেন এমএলএ। তাকে খুব কাছ থেকে দেখেছি। আমার রক্তেই রাজনীতি রয়েছে। এমনকি, আমার বাবাও একবার ভোটে দাঁড়ানোর অফার পেয়েছিলেন। আমার বোন রঙ্গোলিও রাজনীতিতে আসার অফার পেয়েছিল। তাই নির্বাচন ও রাজনীতি আমার জন্য নতুন নয়।’
আরও পড়ুন
কঙ্গনা আরও বলেন,‘আমি একজন এমন মানুষ, যাই করি না কেন, প্যাশন দিয়ে করি। রাজনীতিটাও করব। আর আমার মনে হয়, একজন নেতার জীবন ডাক্তারের মতোই কঠিন।’
জয়ের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘এই দিনটা আমার জন্য বিশেষ দিন। প্রার্থী হিসেবে এটা আমার প্রথম নির্বাচন ছিল। যেহেতু রাজনীতিতে প্রথম, সেহেতু নানা অনিশ্চয়তা ছিল। এটা আমার প্রথম জয়ও। আমি ধন্যবাদ জানাতে চাই আমার দলীয়কর্মীদের। নেতা জয়রাম ঠাকুরজিকে। যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন। আমাদের সব বিধায়কদেরও ধন্যবাদ। তবে মাথানত করে ধন্যবাদ জানাই মাণ্ডির সমস্ত মানুষকে। মাণ্ডিকন্যা, মাণ্ডির বোন কঙ্গনাকে এত ভালোবাসা দিয়েছে। মাণ্ডির সেনা হিসেবে মাণ্ডিকে রক্ষা করব। বিকাশ করব।’
উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। পাঁচবার ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ সেলিব্রিটির তালিকায় জায়গা পেয়েছেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাকে বলিউডের রানি বলা হয়। বিভিন্ন সময় বির্তকের কারণে সংবাদ শিরোনামে এসেছেন তিনি।
এমআইকে/