প্রয়াত স্মিতাকে স্মরণ করে আবেগাপ্লুত শাবানা আজমি
ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি ও স্মিতা পাতিল। রুপালি পর্দার জগতে বলিউডের স্বনামধন্য পরিচালক শ্যাম বেনেগালের চলচ্চিত্রে অভিনয় দিয়ে শুরু হয় তাদের ক্যারিয়ার। কিন্তু একসঙ্গে কাজের জেরে এই দুই অভিনেত্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বেশ কয়েকবার। তাই তাদের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানান প্রশ্ন। যদিও এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নিজে থেকেই স্বীকার করে নিয়েছিলেন শাবানা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সহকর্মী স্মিতাকে নিয়ে স্মৃতিচারণ করেন শাবানা আজমি। অভিনেত্রীর কথায়, ‘খুব আফসোস হয় যে, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্পর্ক ছিল। আমাদের এত মিল ছিল যে আমরা বন্ধু হতে পারতাম।’
তবে এই দুই অভিনেত্রীর দা-কুমড়া সম্পর্কের জন্য নিজেকেই দায়ী মনে করেছেন শাবানা। তার কথায়, ‘আমি ওকে নিয়ে অনেক অপ্রীতিকর কথাবার্তা বলেছি। আমি অত্যন্ত লজ্জিত। আমার সেগুলো বলা উচিত হয়নি।’
আরও পড়ুন
১৯৮২ সালে ‘বাজার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন স্মিতা। ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করছিলেন শাবানার মা শৌকত আজমি। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে স্মিতাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। প্রায় ৮-১০ দিন সেখানে ছিলেন অভিনেত্রী। ওই সময় স্মিতা জানতে পারেন, শাবানার মা সেখানে যাচ্ছেন। এর পর সেই হোটেল ঘর ছেড়ে দিয়ে শাবানার মা এর জন্য ঘর ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী।
সে ঘটনার কথা স্মরণ করে স্মিতার প্রশংসায় মজলেন শাবানা। তিনি বলেন, ‘আপনারা দেখুন কী সুন্দর ঘটনা। স্মিতা কোন পরিবেশে বড় হয়েছে তার প্রতিফলন এটা’। আবেগাপ্লুত হয়ে শাবানা আরও বলেন, ‘স্মিতার মৃত্যুর পরে ওর মা-বাবা আমার সঙ্গে এমন ভাবে মিশেছেন যেন আমিই তাদেরই মেয়ে।’
১৯৮৬ সালে স্মিতা পাতিলের প্রয়াণে ভারতীয় সিনেমা জগৎ হারিয়ে ফেলে এক অনন্য প্রতিভাবান অভিনেত্রীকে। সত্তরের দশকের গোড়ার দিকে শ্যাম বেনেগালের ছবি ‘চরণদাস চোর’ - এ অভিনয়ের মধ্য দিয়ে দুর্দান্ত প্রতিভার অভিনেত্রী হয়ে ওঠেন স্মিতা। সে সময় একে একে শাবানা আজমি, নাসির শাহ এবং ওম পুরীকে নিয়ে একত্রিত হয়ে সিনেমায় আধিপত্য সৃষ্টি করেছিলেন প্রয়াত এই অভিনেত্রী।
ডিএ/