যে কারণে গভীর রাতে শাহরুখ বস্তিতে যান

বলিউড কিং শাহরুখ খান। বিভিন্ন ছবিতে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয় জগতের পাশাপাশি ব্যক্তি জীবনেও তিনি উদার মনের মানুষ। বিভিন্ন সময় গরীর-অসহায়দের সাহায্য করতে দেখা যায়।
বিজ্ঞাপন
সম্প্রতি এক সাক্ষাৎকারে কৌতুক অভিনেতা সুনীল পাল দাবি করেছিলেন যে, একসময় শাহরুখ খান গভীর রাতে বস্তিতে যেতেন। কারণ সেখানে তার বাড়ির একজন কর্মী থাকতেন।
সুনীল পাল বলেন, ‘যখন কোনও বিশেষ অনুষ্ঠান থাকতো ঠিক সে দিন গভীর রাখে তাকে দেখতে যেতেন। শাহরুখ খান প্রতি ৪-৬ মাসে একবার করে দেখতে যেতেন। তার বাচ্চার জন্মদিন হলে বা অন্য কোনো উপলক্ষ্য হলে রাত বারোটার পর ১০-১৫ মিনিটের জন্য আসতেন।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
সুনীল সিঙ্গাপুরে সফরে গিয়ে বলেছিলেন, কিং খান এক অনুষ্ঠানে আমাকে সহ প্রত্যেক শিল্পীকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গণেশ হেগডেও উপস্থিত ছিলেন সেখানে। শাহরুখ খান এবং আমির খান অন্য শিল্পীদের সম্মান করে তাদের মধ্যে কোন অহংকার নেয়। তারা এতটাই সরল এবং নম্র যে আমিরের মেঝেতে বসে আলোচনার সময় আড্ডা দিতেও আপত্তি করেননি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শাহরুখ খান ৯০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তারমধ্যে রয়েছে চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার,যার আটটিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অর্দ্র দে আর্ত এ দে লেত্র ও লেজিওঁ দনর সম্মাননায় ভূষিত করে।
অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় ৪.২ বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার মোট অর্থসম্পদের ৫০০০ কোটি টাকার বেশি।
এমআইকে/