‘হীরামান্দি’ ঘিরে পাকিস্তানে উত্তেজনা, কী বলছেন পরিচালক?
‘হীরামান্দি’ নিয়ে দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া শুরু হলেও ভারতের প্রতিবেশী দেশের দর্শকের মন ছুঁয়ে গেছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঞ্জয় লীলা বানসালি জানিয়েছেন, পাকিস্তানের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। ‘হীরামান্দি’ দেখার পরে তারা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে।
তার মতে, ওয়েব সিরিজের পটভূমি প্রাক-স্বাধীনতার সময়কালের অবিভক্ত ভারতের গল্প উঠে এসেছে। তাই সীমান্তের ওপারেও সমান উত্তেজনা ‘হীরামান্দি’কে ঘিরে। বানসালি আরও একবার স্মরণ করিয়ে দিলেন, কাঁটাতারের সীমানা পেরিয়ে সকলেই এক। দুই দেশের মানুষকে সমান গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
তিনি বলেন, আমার বিশ্বাস, আমরা এক। কোনও না কোনোভাবে আমরা দুই দেশের মানুষ পরস্পরের সঙ্গে জুড়ে রয়েছি। দুই দেশের মানুষের প্রতি পূর্ণ ভালবাসা ও মর্যাদা রয়েছে আমার। হ্যাঁ, এটা ঠিক কথা কিছু মানুষ আছে যারা শুধু সমস্যা সৃষ্টি করে। কিন্তু সেগুলো এই ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।
লাহোরে প্রাক-স্বাধীনতা পর্বের প্রেক্ষাপটে তৈরি সঞ্জয় লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজ ‘হীরামান্দি’। এতে অভিনয় করেছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি। ১ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘হীরামান্দি’।
পিএইচ