পর্দায় ‘অ্যানিম্যাল’ হয়ে ওঠা সকলের পক্ষে সম্ভব নয়, রণবীর পেরেছেন
‘অ্যানিম্যাল’ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এ সিনেমায় নারী বিদ্বেষ এবং পৌরুষত্বের উদ্যাপন করা হয়েছে বলে অনেকে মত প্রকাশ করেন।
তবে সেসব পাশ কাটিয়ে সিনেমার পাশে দাঁড়িয়েছেন কারান জোহার। সিনেমাটি যেভাবে নির্মাণ করা হয়েছে সেটা নাকি সবচেয়ে ভালো লেগেছে পরিচালকের।
তিনি বলেন, সিনেমার ভাবনায় আমি অন্য কিছু খুঁজতে যাইনি। গল্পটা পর্দায় যেভাবে বলা হয়েছে তা সত্যিই বেশ ভালো। সিনেমার স্ক্রিপ্ট, সংলাপ, শব্দ-পরিকল্পনা সব কিছুই এত নিপুণ, যে একজন পরিচালক হিসাবে আমার সত্যিই সিনেমাটি পছন্দ হয়েছে।
আরও পড়ুন
ভাবলেশহীন ভাবে মানুষ খুন করছেন। পর্দায় রণবীরের এমন হিংস্র রূপ দেখে সমালোচনা করতে ছাড়েননি। অভিনয়ের জন্য প্রশংসিত হওয়ার পাশাপাশি, সমালোচনাও কুড়িয়েছেন রণবীর। তবে এ সিনেমায় রণবীরের অভিনয়ও কারানের পছন্দ হয়েছে। তিনি বলেন, পর্দায় ‘অ্যানিম্যাল’ হয়ে ওঠা সকলের পক্ষে সম্ভব নয়। রণবীর তা পেরেছেন।
এনএফ