তিশা-তৌসিফের বিচ্ছেদের গল্প
গল্পটা দুই মেরুর দু’জন মানুষকে ঘিরে। এভাবেও বলা যায়, দুটো বিচ্ছেদের গল্প এক মোহনায় মিশে যাওয়া দেখা যাবে এতে। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা তৌসিফ মাহবুব।
যোবায়েদ আহসানের চিত্রনাট্যে দুজনকে নিয়ে ‘ফ্যামিলি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরোজ শাওন।
নির্মাতা জানান, নাটকে তৌসিফ ও তিশার নাম থাকছে পার্থ ও তিশা। দুজনই সংসার জীবনে ডিভোর্সি। পার্থ তার ছেলেকে নিয়ে এবং তিশা তার মেয়েকে নিয়ে একই বিল্ডিংয়ে আলাদা থাকেন। দুজনের মধ্যে কোনও পরিচয় নেই।
তবে নানা ঘটনার মধ্য দিয়ে একসময় দু’জনের মাঝে পরিচয়ের সৃষ্টি। যা সময়ের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় গভীরে। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।
প্রযোজক এস কে সাহেদ আলী জানান, পারিবারিক ও প্রেমের অসাধারণ গল্পে সাজানো ‘ফ্যামিলি’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।
এনএইচ