১২ বছর পর নির্বাচনে ভোট দিলেন আসিফ আকবর
দীর্ঘ ১২ বছর পর নির্বাচনে ভোট দিলেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। একইসঙ্গে প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।
শনিবার (৯ মার্চ) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোট দেন প্রখ্যাত এই গায়ক। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোটের বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট করেন।
পোস্টে আসিফ আকবর উল্লেখ করেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। শেষ ভোট দিয়েছিলাম ২০১২ সালের কুসিক নির্বাচনে। প্রথম ভোট দিলাম ইভিএম মেশিনে। কুমিল্লা সিটির কর্পোরেশনের একজন সাধারন নাগরিক আমি, নগরের অভিভাবক নির্বাচনে নিজের দায়িত্ব পালন করলাম। যিনি নির্বাচিত হবেন তাকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি নতুন মেয়র নগরবাসীর আশা আকাঙ্খার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পথিকৃৎ কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন। ভালোবাসা অবিরাম।’
আরও পড়ুন
আসিফ আকবরের ওই পোস্টে অনেকেই তাকে ইভিএমে ভোট প্রদানের জন্য সাধুবাদ জানিয়েছেন। একইসঙ্গে পছন্দের প্রার্থী জয়ী হবে এমনটাও প্রত্যাশা করেছেন।
প্রসঙ্গত, শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তাদের মধ্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতী প্রতীকে, সাবেক দুইবারের মেয়র, বিএনপির বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু টেবিলঘড়ি প্রতীকে এবং বিএনপির আরেক বহিস্কৃত নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিকেল চারটায় ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। চলছে গণনার প্রস্তুতি। কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং দুইজন হিজড়া ভোটার রয়েছেন।
আরিফ আজগর/এনএইচ