লন্ডনে জন্ম কোহলি-আনুশকার দ্বিতীয় সন্তান কোন দেশের নাগরিক?
দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা-মা হয়েছেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন আনুশকা।
যদিও খবরটি গোপন ছিল ৫ দিন। ২০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভক্তদের সুখবরটি জানান এই দম্পতি। একইসঙ্গে পুত্র সন্তানের নাম প্রকাশ করেন বিরাট-আনুশকা। ভামিকার ভাইয়ের নাম রাখা হয়েছে ‘অকায়’। যার অর্থ ‘উজ্জ্বল চাঁদ।’
এদিকে নামের থেকেও বেশি আলোচনার সৃষ্টি করেছে কোহলি আনুশকার সন্তানের নাগরিকত্ব প্রসঙ্গ। কারণ এই দম্পতি তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানিয়েছেন লন্ডনে। তাহলে কী জন্মসূত্রে বিরাট-আনুশকার পুত্র ব্রিটিশ নাগরিক?
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এই প্রশ্নটি অমূলক নয়। কারণ লন্ডনে সম্পত্তি রয়েছে বিরাট কোহলির। সময় পেলেই সেখানে গিয়েও থাকেন তিনি। যে কারণেই এই জল্পনার সৃষ্টি।
আরও পড়ুন
টিভি নাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে জন্ম হলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবে না অকায়। কারণ যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, কেউ সেখানে জন্মালেই নাগরিক হচ্ছেন না। বাবা-মায়ের মধ্যে অন্তত কোনও একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে। অথবা দীর্ঘ সময় সে দেশে বসবাস করতে হবে। সেক্ষেত্রে নাগরিকত্ব মিলতে পারে। কোহলি কিংবা আনুশকা কেউই সেখানে স্থায়ীভাবে বসবাস করেন না।
এছাড়াও ব্রিটিশ কোনো নাগরিক যদি দেশের বাইরে সন্তান জন্ম দেন, তবুও সেই সন্তান বাবা-মায়ের নাগরিকত্বের জন্য ব্রিটিশ নাগরিক হবেন। বিরাটপুত্র অকায় ভারতে জন্ম না নিলেও সে এই দেশেরই নাগরিক হবেন। তবে তার যুক্তরাজ্যের পাসপোর্ট থাকবে।
এর আগে নিজের পরিবারে নতুন অতিথির আগমনের খবর জানিয়ে একটি বিবৃতিতে বিরাট কোহলি লিখেছেন, আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা এবং আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান ‘অকায়’কে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। ভামিকা তার ছোট্ট ভাইকে স্বাগত জানিয়েছে। আমরা আমাদের জীবনের এই সুন্দর সময় আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করছি। আমরা এই সময় আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্যও অনুরোধ করছি।’
এনএইচ