ভিকি কৌশলের হাতে প্লাস্টার, কী করছেন স্ত্রী ক্যাটরিনা?
‘ছাবা’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা ভিকি কৌশল। সেই সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন ভিকি।
বিজ্ঞাপন
বলিউড সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ‘ছাবা’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই ঘটেছে বিপত্তি! বাঁ হাতে আর কাঁধে মারাত্মক চোট পেয়েছেন ভিকি। চিকিৎসকদের পরামর্শে প্লাস্টারও করতে হয়েছে।
সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় বাঁ হাতে প্লাস্টার ঝুলিয়েই গাড়িতে উঠছেন ভিকি।
বিজ্ঞাপন
সূত্রে খবর, শত ব্যস্ততার মাঝেও স্বামীর প্রতি বিশেষ খেয়াল রাখছেন স্ত্রী ক্যাটরিনা কাইফ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিকি কৌশল আপাতত যে ছবির শুটিংয়ে ব্যস্ত, সেই ‘ছাবা’ ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের প্রেক্ষাপটে তৈরি। যিনি ছত্রপতি শিবাজির ছেলে। অন্যদিকে সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে রাশমিকা মন্দানাকে। এছাড়াও এই সিনেমায় মুখ্য অভিনয় করছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা, দিব্যা দত্তরা।
অপরদিকে এই সিনেমা পরও একাধিক কাজ রয়েছে ভিকির হাতে। সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, আদিত্য ধরের ‘ইম্মরটাল অশ্বত্থামা’র মতো বিগ বাজেট প্রজেক্ট তার ঝুলিতে। তাই দ্রুত সুস্থ হয়ে সেটে ফেরার অপেক্ষায় এ অভিনেতা।
এমএসএ