বলা হয় সুইজারল্যান্ড, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীর: সাইমন
আগামী ১৯ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পেতে চলেছে ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক সাইমন সাদিকের ‘শেষ বাজি’ সিনেমা। ছবিটি মুক্তির মাত্র এক সপ্তাহের মতো সময় বাকি থাকলেও প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে না সিনেমা সংশ্লিষ্টদের।
তাদের ভাষ্য, দেশের মানুষের নজর ছিল জাতীয় নির্বাচনের দিকে। নির্বাচন শেষ, এবার প্রচারণা শুরু হবে। তবে সিনেমার নায়ক সাইমন সাদিকের কণ্ঠে শোনা গেল আক্ষেপের কথা। কিছুটা অভিযোগের সুরেই তিনি বললেন, সিনেমা শুরুর আগে আশ্বস্ত করা হয় শুটিং হবে সুইজারল্যান্ডে। পরে গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!
সাইমন বলেন, ‘সিনেমা শুরুর আগে অনেক প্ল্যান থাকে। কিন্তু মুক্তির সময় সব এলোমেলো হয়ে যায়। আমি আমার সিনেমাগুলো মুক্তির সময় নিজ থেকে প্রচারণা করি। এমনকি অন্যদের সিনেমা মুক্তি পেলেও আমি নিজে প্রচারণা করি। কিন্তু নিজ থেকে আর কতো কিছু করা যায়? দেখা যায়, আমি সংবাদ সম্মেলনের আয়োজন করি, সিনেমা হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কিন্তু এই কাজটি তো আমার একার নয়। এটা টিমওয়ার্ক।’
সাইমন সাদিক মনে করেন, ‘শিল্পের সঙ্গে ফিল্ম একটি বাণিজ্য। আর মার্কেটিং ছাড়া বাণিজ্য সফল হয় না। এক্ষেত্রে প্রযোজক-পরিচালকদের পেশাদারিত্ব কম উল্লেখ করে তিনি বলেন, কোন হল পাচ্ছে, কোথায় কী হচ্ছে প্রতিনিয়ত আমার খবর নিতে হয়। একজন অভিনেতা হিসেবে এটা কি আমার কাজ? ফিল্মে প্রযোজক একটি বড় পোস্ট ক্যারি করেন। সিনেমা মুক্তির আগে পেশাদারিত্বের জায়গায় থেকে প্রযোজককে অনেক কিছু দেখতে হয়।’
তিনি আরও বলেন, ‘অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু টাকা থাকলেই যে প্রযোজক হওয়া যাবে এমনটা কিন্তু ঠিক নয়। টাকার সঙ্গে শিল্পমনা এবং ফিল্ম মার্কেটিংগুলোও ঠিকভাবে জানতে হবে। যখন সিনেমা হাতে নেয়, তখন সবভাবে আশ্বস্ত করা হয়। বলা হয় সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে! এসব ক্রাইসিসের মধ্যে দিয়েই আমাদের কাজ করতে হয়।’
এনএইচ