রেস্তোরাঁয় তরুণীতে মুগ্ধ, গান লিখে ফেললেন গায়ক
নিজের লেখা-সুর-সংগীতে গেয়েছেন সংগীতশিল্পী সাব্বির জামান। গানের শিরোনাম ‘ও মেয়ে’। ইতোমধ্যেই নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেছেন তিনি।
এই গায়ক জানালেন, ‘একদিন বন্ধুদের সঙ্গে একটি রেস্তোরাঁয় গিয়েছিলাম। খাচ্ছি, আড্ডা দিচ্ছি। এর মধ্যে পাশের টেবিলের একটি মেয়ের দিকে চোখ পড়ে। এত সুন্দর, দেখেই পছন্দ হয়ে যায়। এরপর রেস্তোরাঁ থেকে বাসায় ফেরার সময় গাড়িতেই মেয়েটাকে ঘিরে কয়েকটা লাইন মাথায় আসে। মজার ব্যাপার হলো, আমি কিন্তু গান লিখি না কখনও। গাওয়া-সুর-সংগীতেই আছি। অথচ সেদিন মাথায় লাইনগুলো আসে, সুরসমেত।’
‘ও মেয়ে’ গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন লতা আচার্য্য। ভিডিওতে সাব্বিরের সঙ্গে আছেন সিন্থিয়া ইয়াসমিন। সেজাত খানের চিত্রায়নে ভিডিও সম্পাদনা করেছেন সজিবুজ্জামান দিপু।
আগামীর ভাবনা নিয়ে সাব্বির জামান জানালেন, বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ মনোযোগ দিচ্ছেন। একাধিক গান প্রস্তুতও আছে, যেগুলো তিনি এক এক করে প্রকাশ্যে আনবেন।
এনএইচ