যখন কাজ ছিল না কেউ খবর নেয়নি, ববি দেওলের উদাহরণ বাপ্পারাজের

একের পর এক সিনেমা ফ্লপ যাওয়ায় বলিউড থেকে রীতিমতো হারিয়ে যেতে বসেছিলেন অভিনেতা ববি দেওল। অনেকদিন ধরেই কোনো ছবিতেই কাজ পাচ্ছিলেন না তিনি।
তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমায় সুযোগ পেয়েই বাজিমাত করলেন এই অভিনেতা। দর্শকদের কাছে নিজেকে হাজির করেছেন নতুন পরিচয়ে।
এরপরই চারদিক থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন ববি দেওল। যাকে কয়েকদিন আগেও কেউ সিনেমায় ডাকতো না, তাকে নিয়েই এখন নানা আলোচনা বলিউডজুড়ে।
বিষয়টি উল্লেখ করেই ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ বললেন, ‘ফিল্ম টা এমনই যখন কাজ ছিলনা, তখন কেউ খবরও নেয়নি। আর এখন সফল হওয়ার পরে, সাংবাদিক, ফটোগ্রাফার সবার মুখে। ববি ভাই , ববি ভাই বলে ফেনা উঠে যাচ্ছে। স্বার্থ ছাড়া এখানে কেউ কারো নয়। ফিল্ম টা এমন।’
ববি দেওলের দারুণ প্রত্যবর্তনের উদাহরণ টেনেই অভিনেতার ছবি প্রকাশ করে ফেসবুকে কথাগুলো বলেছেন বাপ্পারাজ। যার সঙ্গে একমত পোষণ করেছেন ভক্তরাও।
সম্প্রতি ‘ফ্ল্যাশব্যাক ৭১’ নামে অনুদানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাহার উদ্দিন খেলন। এতে মেজর আকবর চরিত্রে দেখা যাবে বাপ্পারাজকে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে জানা গেছে।
এনএইচ