‘অ্যানিম্যাল’ বিতর্ক এবার পৌঁছে গেল রাজ্যসভায়!
চলতি মাসের শুরুতেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের সিনেমা ‘অ্যানিম্যাল’। ছবিটি শুরুতেই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে দুরন্ত ব্যবসার পাশাপাশি ছবি ঘিরে সমালোচনাও কম হচ্ছে না। এবার রাজ্যসভাতে ‘অ্যানিম্যাল’ ঘিরে নিন্দার ঝড় উঠেছে।
কংগ্রেসের সংসদ সদস্য রঞ্জিত রঞ্জন সংসদে জানিয়েছেন, তার মেয়ে ‘অ্যানিম্যাল’ দেখে কাঁদতে কাঁদতে মাঝপথেই হল থেকে বেরিয়ে এসেছেন। ছবিটি নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন রঞ্জিত।
সংবাদ মাধ্যমে তিনি বলেন, সিনেমা সমাজের দর্পণ। সিনেমা দেখেই আমরা বড় হয়েছি। এটা তরুণ প্রজন্মকে প্রভাবিত করে। প্রথমে এলো কবীর সিং, পুষ্পা। আর এবার অ্যানিম্যাল। আমার মেয়ে ওর কলেজের বান্ধবীদের সঙ্গে ছবিটা দেখতে গিয়েছিল। মাঝপথেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে।
আরও পড়ুন
তিনি বলেন, কবীর সিং দেখুন। কীভাবে লোকটা তার বউ-সহ সমাজের নানা স্তরের সঙ্গে ব্যবহার করছে। এবং ছবিটা তার সেই আচরণকে কেমন সমর্থনও জানাচ্ছে! এছাড়া ‘অ্যানিম্যাল’ ছবিটায় পাঞ্জাবের বিখ্যাত রণসঙ্গীত ‘অর্জন ভেইলি’কে যেভাবে ব্যবহার করেছে তার প্রতিবাদ করে সংসদ সদস্য দাবি করেন, একটা বীভৎস খুনের দৃশ্যে ওই সঙ্গীতের ব্যবহার করা হয়েছে তা অন্যায়। এতে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে বলেও আশঙ্কা তার।
উল্লেখ্য, ‘অ্যানিম্যালে’ টক্সিক পৌরুষকে মহিমান্বিত করা হয়েছে বলে অভিযোগ অনেক সমালোচকের। অসম্ভব নৃশংসতা ও নারীকে অশ্রদ্ধার মতো নানা অভিযোগেও বিদ্ধ ছবিটি। এবার রাজ্যসভা পর্যন্ত পৌঁছে গেছে সেই বিতর্ক।
এমএসএ