বাংলাদেশেও একই দিনে মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা। একইদিনে বাংলাদেশেও মুক্তির চেষ্টা চলছে সিনেমাটির।
ইতোমধ্যেই তথ্য মন্ত্রণালয় ‘অ্যানিম্যাল’ মুক্তির অনুমতিও দিয়েছে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার কামাল কিবরিয়া লিপু।
তিনি জানান, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। আশা করছি আজ-কালের মধ্যেই সেন্সর পাওয়া যাবে। সবকিছু ঠিক থাকে ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে শনিবার থেকেই ভারতে ‘অ্যানিম্যালে’র আগাম বুকিং শুরু হয়েছে। বক্স অফিসের হিসেব বলছে, ইতোমধ্যে এই ছবির ঝুলিতে ৬ কোটি ৪০ লক্ষ টাকা। শুধু তাই নয়, ২ লাখের উপরে টিকিটও বিক্রি হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, মুক্তির প্রথম দিনেই ৫০ কোটির ব্যবসা করবে রণবীরের ‘অ্যানিম্যাল’।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতের পাশাপাশি ‘অ্যানিম্যাল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও। প্রথম হিন্দি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের মোট ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। এর আগে যুক্তরাষ্ট্রের ৮৫০টি হলে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জওয়ান’। আর সেখানেই ‘জওয়ান’ এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমাল’।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন ‘কবির সিং’ খ্যাত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, রাশমিকা মান্দানাসহ আরও অনেকে।
এনএইচ