২০২০ সালে নেটফ্লিক্সের সেরা ১০ যুদ্ধের সিনেমা
যুদ্ধভিত্তিক সিনেমা আমাদের ভেতর শিহরণ জাগায়। কখনও দেয় অনুপ্রেরণা, কখনও তা হৃদয়কে স্পর্শ করে, আবার কখনও উত্তেজনা তৈরি করে মনের মধ্যে। নেটফ্লিক্সের এমন ১০টি যুদ্ধভিত্তক সিনেমা সম্পর্কে আসুন জেনে নেয়া যাক-
দ্য ফাইভ ব্লাডস
ভিয়েতনাম যুদ্ধ নিয়ে তৈরি সিনেমা ‘দ্য ফাইভ ব্লাডস’। ভিয়েতনাম যুদ্ধে দেশটির মানুষের অবর্ণনীয় দুর্ভোগ সিনেমাটিতে দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন দেলরয় লিন্ডো, ক্লার্ক পিটারস, নর্ম লিউইস, ইসিয়াহ হুইটলক জুনিয়র ও চাদউইক বোসম্যান। পরিচালনা করেছেন স্পাইক লি। আইএমডিবি রেটিং ৬.৫।
দ্য প্যাট্রিয়ট
‘ইন্ডিপেনডেন্স ডে’ ও ‘গডজিলা’ সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘দ্য প্যাট্রিয়ট’। অ্যাকশনভিত্তিক সিনেমা এটি। সিনেমাটি পরিচালনা করেন রোল্যান্ড এমেরিক। এতে অভিনয় করেন মেল গিবসন, ক্রিস কুপার, হেলথ লেডজার ও জেসন আইজ্যাক। চলচ্চিত্রটি ১৭৭৬ সালের যুক্তরাষ্ট্রের বিপ্লবের প্লটে নির্মিত। ২০০০ সালে এটি মুক্তি পায়। আইএমডিবি রেটিং ৭.২।
প্ল্যাটুন
ভিয়েতনাম যুদ্ধ নিয়ে হলিউড মাতানো আরেকটি সিনেমা ‘প্ল্যাটুন’’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অলিভার স্টোন। এতে অভিনয় করেন কেইথ ডেভিড, উইলিয়াম ডেফোই, টম বেরেঙ্গারসহ আরও অনেকে। সিনেমাটি চারবার শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করে। আইএমডিবি রেটিং ৮.১।
গ্লোরি
যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের ওপর ভিত্তি করে ‘গ্লোরি’ সিনেমা নির্মাণ করা হয়। এটি পরিচালনা করেন এডওয়ার্ড জিউইক। চলচ্চিত্রটি ১৯৮৯ সালে মুক্তি পায়। এতে অভিনয় করেন মর্গ্যান ফ্রিম্যান, অ্যান্ড্রি ব্রাউঘার ও ডেনজেল ওয়াশিংটন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ডেনজেল ওয়াশিংটন অস্কার পুরস্কার লাভ করেন। আইএমডিবি রেটিং ৭.৮।
ওয়ার হর্স
প্রথম বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে ওয়ার হর্স সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন স্টিভেন স্পিয়েলবার্গ। ২০১২ সালে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে অস্কার পুরস্কার লাভ করে। এতে অভিনয় করেছেন জেরেমি ইরভিন, পিটার মুলান, এমিলি ওয়াটসন, টম হিডলস্টন, বেনেডিক্ট কাম্বারব্যাচসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৭.২।
এনিমি অ্যাট দ্য গেটস
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘এনিমি অ্যাট দ্য গেটস’। এটি নির্মাণ ও পরিচালনা করেছেন জিন জ্যাক্স আন্নাদ। চলচ্চিত্রটি বিশ্বে ব্যাপক আলোচিত হয়েছে। আইএমডিবি রেটিং ৭.২।
গুঞ্জন স্যাক্সিনা: দ্য কারগিল গার্ল
১৯৯৯ সালের কারগিল যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘গুঞ্জন স্যাক্সিনা: দ্য কারগিল গার্ল’। এটি পরিচালনা করেছেন শরন শর্মা। গুঞ্জন সাক্সেনা এয়ারফোর্স পাইলট। যিনি কার্গিল যুদ্ধের সফল যোদ্ধা। নব্বইয়ে দশকের যে সময়ে গুঞ্জন এয়ারফোর্সে যোগ দেন, তখনও সমাজের চোখে ছেলে আর মেয়ের মধ্যে অনেক বিভেদ। তার বায়োপিক এই সিনেমাটি। আইএমডিবি রেটিং ৫.৩।
বিস্টস অব নো নেশন
আফ্রিকার সিভিল ওয়ার নিয়ে নির্মিত এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। এটি মুক্তি পায় ২০১৫ সালের ১৬ অক্টোবর। চলচ্চিত্রটি ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড লাভ করে। আব্রাহাম আত্তাহ, ইদ্রিস আলবাসহ আরও অনেকে এখানে অভিনয় করেন। আইএমডিবি রেটিং ৭.৭।
আউট ল কিং
আউট ল কিং সিনেমাটি পরিচালনা করেছেন ডেভিড ম্যাকেঞ্জি। এই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয় ১২০ মিলিয়ন ডলার। এটি ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পায়। এতে ক্রিস পাইন, ফ্লোরেন্স পাফ, বিলি হাওলিসহ আরও অনেকে অভিনয় করেন। আইএমডিবি রেটিং ৬.৯।
ওয়ার মেশিন
মার্ভেল স্টুডিওর সিনেমা ‘ওয়ার মেশিন’। এটি পরিচালনা করেন ডেভিড মকিড। ২০১৭ সালে এটি মুক্তি পায়। এই চলচ্চিত্র নির্মাণে ব্যয় হয় ৬০ মিলিয়ন ডলার। এতে অভিনয় করেন ব্র্যাড পিটসহ আরও অনেকে। আইএমডিবি রেটিং ৬।
এইচএকেে/এমআরএম