সালমানের কথা কানেই তুলছেন না তার ভক্তরা!
সালমান খান-ক্যাটরিনা কইফের ছবি ‘টাইগার থ্রি’ দেখতে এসে হলে আতশবাজি ফাটাতে শুরু করেন কিছু ভক্ত। মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে গত রোববার ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হলের ভেতরে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়, আটক করা হয় দুই জনকে। এই ঘটনার সমালোচনা করেছেন সালমান নিজেই। ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর উপদেশ দেন তার ভক্তদের। কিন্তু ভাইজানের কথা কানেই তুলছেন না ভক্তরা। এবার নেপালে ঘটল আরেক কাণ্ড!
‘টাইগার ৩’ মুক্তির মাত্র দু’দিনেই ১০০ কোটির গণ্ডি পার করে ফেলেছে। শুধু ভারতে নয়, দেশের বাইরে মুক্তি পেয়েছে এই ছবি। মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, আমেরিকাসহ প্রতিবেশীেদেশ নেপালেও মুক্তি পেয়েছে এই ছবি। সেখানকার একটি হলে এ বার সালমান অনুরাগীদের বাঁধনছাড়া উচ্ছ্বাস।
ছবিটি প্রদর্শনীর সময় ‘লে কর প্রভুকা নাম’ গানের তালে পা মেলাচ্ছেন সালমান-ক্যাটরিনার ভক্তরা। ওই গানে সেই সময় প্রায় অনাবৃত হয়ে নাচতে শুরু করেন বেশ কিছু যুবক। এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যা নিয়ে ফের সমালোচনার মুখে পড়েছেন সালমান ভক্তরা।
দিওয়ালিতে মুক্তি পাওয়ার পর প্রথম দিনেই ছবিটির আয় ছিল ৪৪ কোটি ৫০ লাখ। যা সালমানের অতীতের সব সিনেমার প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে। দ্বিতীয় দিনে সেই আয়ের পরিমাণ আরও ছাড়িয়ে গেছে।
সূত্র : আনন্দবাজার
জেডএস