বাড়িতে নতুন সদস্য, এবার দীপাবলি কেমন কাটল শ্রাবন্তীর?

অনেক দিন পর প্রকাশ্যে এলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাড়িতে তার নতুন সদস্য। ছেলেও বড় হয়ে গেছে। তবে ছবির শুটিং না থাকলে বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন এ নায়িকা। এবার দীপাবলি ঠিক কী উদযাপন করছেন ওপার বাংলার এ অভিনেত্রী?
বিজ্ঞাপন
অভিনেত্রীর ইনস্টাগ্রামের এক পোস্টে দেখা যায়, কালীপূজার সময় চারিদিক সেজে ওঠে আলোর রোশনাইয়ে। বাড়িতে প্রদীপ জ্বালান সবাই। নায়িকার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
অনেকেরই ধারণা বড় পর্দার অভিনেত্রীরা এ সময় সাধারণত বাইরে বেড়াতে যান, কিংবা বিশেষ পার্টির আয়োজন করেন। কিন্তু শ্রাবন্তীর ক্ষেত্রে দেখা গেল উল্টো।
বিজ্ঞাপন
চারিদিক আলোয় সাজানো। বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে তার প্রিয় পোষ্যরা। আর শ্রাবন্তী হাসিমুখে ছুটে বেড়াচ্ছেন বাড়ির চারিদিকে।
বিজ্ঞাপন
এক ভিডিওতে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আপাতত তার নতুন লুকে মজেছেন দর্শকরা। নায়িকার বাড়িতে সদ্য আগমন ঘটেছে এক ছোট্ট খুদের। নতুন পোষ্য। তার নাম দিয়েছেন ‘রোজ’।
এমএসএ